ধর্ষণের দায়ে দানি আলভেজের কারাদণ্ড

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০৪:৩৭ পিএম

ধর্ষণের দায়ে দানি আলভেজের কারাদণ্ড

দানি আলভেজ।

ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন বার্সেলোনা ও ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার দানি আলভেজ। শাস্তি হিসেবে তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্পেনের একটি আদালত আলভেজের বিরুদ্ধে এই শাস্তির ঘোষণা দেন।

বার্সেলোনার আদালত রায়ে বলেছেন, ‘ভুক্তভোগী সম্মতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদীর করা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’

স্পেনের প্রথম সারির এক সংবাদপত্র এবিসি তাদের এক প্রতিবেদনে জানায়, ২০২২ সালের ডিসম্বরে বার্সেলোনার একটি নৈশক্লাবে ২৩ বছর বয়সী একট তরুণীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করার অপরাধে এই শাস্তি পেতে হলো আলভেজকে। 

গত বছরের জানুয়ারিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার জামিন আবেদন না মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয় স্পেনের আদালত। তখন থেকেই কাতালুনিয়ার একটি কারাগারে আছেন বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার।

শুরুতে সব অস্বীকার করলেও পরে গত এপ্রিলে অভিযোগকারী নারীর সঙ্গে যৌন সম্পর্কের কথা শিকার করে নেন আলভেজ। তবে তা সম্মতিক্রমেই হয়েছিল বলে দাবি করেন এই ব্রাজিলিয়ান।

Link copied!