ছোট মেসিতে নাকাল ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৫, ২০২৩, ০৯:৩৪ এএম

ছোট মেসিতে নাকাল ব্রাজিল

বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ।  

এবার ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিদায় করে দিল আলবিসেলেস্তেরা। দুর্দান্ত হ্যাটট্রিক করে সামনে থেকে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন ‍‍`লিটল ডেভিল‍‍` খ্যাত অধিনায়ক ক্লদিও এচেভেরি।

শুক্রবার (২৪ নভেম্বর) ব্রাজিলকে হারিয়ে সেমিতে পৌঁছেছে আর্জেন্টিনা। এচ্চেভেরির হ্যাটট্রিকে  ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

ইন্দোনেশিয়ার জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের প্রথম ১০ মিনিটে জোড়া আক্রমণ করে ব্রাজিল। এ সময়ে আর্জেন্টিনা সুযোগ পায়নি তেমন। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। ছোট ছোট পাসে গুছিয়ে আনে খেলা।

ম্যাচের ২৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় দলটি। রক্ষণভাগ থেকে তৈরি করা আক্রমণ থেকে বল পান এচ্চেভেরি। মাঝমাঠে বল পেয়ে ব্রাজিলের রক্ষণভাগকে পেছনে ফেলেন তিনি। গোলরক্ষকের সঙ্গে ওয়ান টু ওয়ানে বল জালে জড়াতে অসুবিধা হয়নি তার।

গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা করে ব্রাজিলের যুবারা। ৩১ মিনিটে দলগত আক্রমণের শেষটা সুন্দর করতে না পারায় ফেরানো হয়নি সমতা। প্রথমার্ধ্বে এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে আক্রমণে যায় ব্রাজিল। ৫৫ মিনিটে আরেকটি আক্রমণ প্রতিহত করেন আর্জেন্টাইন গোলরক্ষক। ৫৯ মিনিটে দ্বিতীয় গোল পায় আর্জেন্টিনা। এবারও গোলদাতা এচ্চেভেরি। ব্রাজিলের আক্রমণ ঠেকিয়ে কাউন্টার অ্যাটাকে গোল করে আলবিসেলেস্তের দুই গোলের লিড এনে দেন এচ্চেভেরি।

ম্যাচের ৭৩ মিনিটে চমৎকার এক গোলে হ্যাটট্রিক পূরণ করেন এচ্চেভেরি। ব্রাজিলের রক্ষণ থেকে বল ছিনিয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান এই যুবা। তিন গোলে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। নিশ্চিত করে সেমিফাইনাল। সেমিতে তাদের প্রতিপক্ষ জার্মানি।

Link copied!