দুঃখ ঘুচাতে অবসর ভেঙ্গে টেস্টে ফিরছেন হাসারাঙ্গা!

স্পোর্টস ডেস্ক

মার্চ ১৮, ২০২৪, ১০:১০ পিএম

দুঃখ ঘুচাতে অবসর ভেঙ্গে টেস্টে ফিরছেন হাসারাঙ্গা!

ছবি: সংগৃহীত

মাত্র ৪ ম্যাচ খেলেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন হাসারাঙ্গা। দেশের মাটিতে ২০২১ সালে পাল্লেকেল্লেতে বাংলাদেশের বিপক্ষেই ছিল সেই ম্যাচ। তবে অবসর ভেঙ্গে বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজেই সাদা পোশাকে ফিরছেন এই লঙ্কান লেগ স্পিনিং অলরাউন্ডার। হাসারাঙ্গাকে নিয়েই টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এলএলসি) বোর্ড। 
ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিক করা হাসারাঙ্গার টেস্ট অভিষেক হয়েছিল ২০২০ সালে দক্ষিণ আফ্রিকা সফরে। আন্তর্জাতিক ক্যারিয়ারে সেটি ছিল তাঁর তৃতীয় বছর। সেঞ্চুরিয়নে একমাত্র টেস্টে বোলিং করে ৪ উইকেট নিয়েছিলেন এ লেগ স্পিনার। এরপর আরও তিনটি ম্যাচ খেললেও উইকেটের দেখা পাননি তিনি।
রমেশ মেন্ডিস, প্রবাত জয়াসুরিয়াদের সঙ্গে স্পিনার হিসেবে টেস্ট দলে জায়গা পাওয়ার লড়াইয়ে এমনিতেও পিছিয়ে ছিলেন হাসারাঙ্গা। তবে ২৬ বছর বয়সেই টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন এই লঙ্কান অলরাউন্ডার। 
সাদা পোশাকে হাসারাঙ্গার প্রত্যাবর্তন যেন রহস্যে ঘেরা। টাইগারদের বিপক্ষে নিজের দুঃখ ঘুচাতে নাকি পূর্ব থেকেই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে রয়েছে সংশয়। কেননা বাংলাদেশের বিপক্ষে চলমান সফরে টি-২০ সিরিজ জয় লাভ করলেও হেরেছে ওয়ানডেতে। সিরিজ নির্ধারনী ম্যাচে রিশাদ হোসেন ঝড়ে ছন্দ হারিয়েছেন বিশ^নন্দিত এই অলরাউন্ডার। অষ্টম উইকেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই হাসারাঙ্গাকে ছক্কা হাঁকান রিশাদ। একই ওভারের চতুর্থ ও পঞ্চম বলেও হাঁকিয়েছেন একটি চার ও আরেকটি ছয়। চল্লিশতম ওভারে বল করতে এসে আবারো রিশাদের ঝড়ের কবলে পড়েছেন হাসারাঙ্গা। পরপর দুই বলে দুই ছয় ও পরবর্তী তিন বলে তিন চারের সাহায্যে চোখের পলকে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন রিশাদ। 
টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কার দলে আছেন: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুণারত্নে, নিশান মাদুশঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও চামিকা গুনাসেকারা। 
 

Link copied!