রাওয়ালপিন্ডি টেস্ট

টেস্টে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

আগস্ট ২৫, ২০২৪, ০৩:৫৬ পিএম

টেস্টে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

টেস্ট ক্রিকেটে প্রথমবারের মত পাকিস্তানকে হারাল বাংলাদেশ। ছবি : পিসিবি

প্রথমবারের মত পাকিস্তানকে টেস্ট ম্যাচে হারাল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে আজ প্রথম টেস্ট ম্যাচের পঞ্চম দিনে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে টাইগাররা। 

পাকিস্তান ৩০ রানের টার্গেট দিয়েছিল। জবাবে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে। জাকির হাসান ১৫ ও সাদমান ইসলাম ৯ রানে অপরাজিত ছিলেন।

এর আগে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট করে বাংলাদেশ। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ২১ রানে ৪টি ও সাকিব আল হাসান ৪৪ রানে ৩ উইকেট নেন। পাকিস্তানের দলীয় সর্বোচ্চ ৫১ রান করেন মোহাম্মদ রিজওয়ান।

পাকিস্তান প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশের স্কোর ছিল ৫৬৫ রান। 

পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩টি টেস্টে জয়হীন ছিল বাংলাদেশ। তার মধ্যে ১২টিতে হার ও একটিতে ছিল ড্র। এই প্রথম বাংলাদেশ পাকিস্তান জয় করেছে টেস্টে। 

পাকিস্তানের মাটিতে আগের ৫টি টেস্টেও বাংলাদেশের হার ছিল। পাকিস্তানের মাটিতেও প্রথম জয় হিসাবে এটি। সিরিজের পরের টেস্টটি ৩০ আগস্ট রাওয়ালপিন্ডিতেই অনুষ্ঠিত হবে। 

 

 

Link copied!