নভেম্বর ৫, ২০২৪, ১২:৪১ পিএম
সাকিব আল হাসান গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ম্যাচ খেলেছেন। সেখানে বোলিংয়ের সময় তার ডেলিভারি নিয়ে প্রশ্ন উঠেছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড তার বোলিং অ্যাকশন পরীক্ষা করার জন্য ডেকেছে।
সাকিব এই পরীক্ষায় পাস না করতে পারলে ১ বছর, ৬ মাস বা ৩ মাসের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হবেন। আর এই সময়ের মধ্যে শুধরে নিয়ে আবার পরীক্ষা দিতে হবে তাকে।
সাকিব ২০০৬ সাল থেকে ক্রিকেট খেলছেন। এই প্রথম তার বিপক্ষে এমন অভিযোগ এসেছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন। আপাতত কোনো নিষেধাজ্ঞা নেই তার।
সাকিব আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলে অবসর নেবেন। যদি নিষেধাজ্ঞা আসে তাহলে আর বিদায় নেওয়া হবে না তার।