সামনেই ক্রিকেট বিশ্বকাপ। আর এ ধরনের বড় টুর্নামেন্টগুলো এলেই অনেকেরই জানার আগ্রহ থাকে প্রাইজ মানি কোন দল কত পাচ্ছে, সেই তথ্য। এবারও বিশ্বকাপের আগে আগেই আর্থিক পুরস্কারের পরিমাণ ঘোষণা করেছে আইসিসি। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে সব মিলিয়ে এক কোটি মার্কিন ডলারের এ পুরস্কারের অংক ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এক কোটির মধ্যে শুধু চ্যাম্পিয়ন দলই পাবে ৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪৪ কোটি টাকা। আর রানার্সআপ দলটি পাবে ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ কোটি টাকা।
সেমিফাইনাল থেকে বাদ পড়া দল দুটি পাবে ৮ লাখ ডলার করে। এছাড়াও প্রথম রাউন্ড থেকে বাদ পড়া ৬ দল পাবে ১ লাখ ডলার করে। প্রথম রাউন্ডে সব মিলিয়ে ম্যাচের সংখ্যা ৪৫টি। প্রতিটি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার। সে হিসেবে ৪৫টি ম্যাচের বিজয়ী দলের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে ১৮ লাখ ডলার।
এ বছর বিশ্বকাপে অংশগ্রহণ করছে মোট ১০ টি দল। দলগুলো হলো: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ১০ টি দল থেকে ৪টি অংশগ্রহণ করবে সেমিফাইনালে। সেমিফাইনালে জয়ী দুই দল আগামী ১৯শে নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।