কিভাবে পাওয়া যাবে বিপিএলের টিকিট

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১৫, ২০২৪, ০৪:৫৫ পিএম

কিভাবে পাওয়া যাবে বিপিএলের টিকিট

১৯ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট লিগ (বিপিএল) আসর শুরু হবে। ১৭ জানুয়ারি থেকে অনলাইন থেকে টিকেট কাটা যাবে। অনলাইনে কেনা টিকিট সংগ্রহ করতে হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট থেকে। 

আর এই টিকেট নেয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা অবধি। ক্রিকেট বোর্ড দশম আসরের টিকেটের মূল্য জানিয়েছে। অবশ্য এটা ঢাকার জন্য। 

টিকেটের মূল্য ২০০, ৪০০,৮০০, ১৫০০ ও ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকেট বিক্রি ১৬ জানুয়ারি থেকে শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে। 

সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা অবধি টিকেট পাওয়া যাবে। 

Link copied!