দেশের পরিস্থিতি ও সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ভেবেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে যান তিনি। সেখানে সংবাদমাধ্যমে কথা বলেন তিনি।
ডিসেম্বরের শেষে বিপিএল রয়েছে। চট্টগ্রামে খেলা রয়েছে। সেজন্য স্টেডিয়াম ঘুরে দেখেন তিনি। কিছু উন্নয়নের পরিকল্পনা জানান।
সাকিব বিদায়ী টেস্ট খেলতে চেয়েছিলেন ঢাকায়। মিরপুরে ২১ অক্টোবর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ছিল। সাকিব দেশে ফিরতে পারেনি। এসব নিয়ে আসিফ মাহমুদ বলেন,‘ দেশের পরিস্থিতি বিবেচনা করে আমি বিসিবিকে পরামর্শ দেই সাকিব আল হাসানের ব্যাপারে। আমি চেয়েছিলাম তার বিদায় মিরপুরে হোক। ক্রীড়াঙ্গনে যেনো কোনো কিছু না ঘটে।’