মার্চ ১৯, ২০২৪, ১০:১১ পিএম
বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট সিরিজ থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত ২৪ মাসে লংকান এই অলরাউন্ডারের নামের পাশে ৮টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ায় আইসিসি তাকে এই শাস্তি প্রদান করেছে।
টাইগারদের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহার করেন হাসারাঙ্গা। বাংলাদেশের ৩৭তম ওভারে এই ঘটনা ঘটান তিনি। এর মাধ্যমে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভঙ্গ করেছেন হাসারাঙ্গা। এই অপরাধের শাস্তি হিসেবে তার ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ৩ ডিমেরিট পয়েন্ট। এই পয়েন্টসহ গত ২৪ মাসের মধ্যে তার মোট ডিমেরিট পয়েন্ট হয়েছে ৮।