পিসিবির হুমকিতে ম্যাচ রেফারি পাইক্রফটকে সরিয়ে নিল আইসিসি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৫:৫০ পিএম

পিসিবির হুমকিতে ম্যাচ রেফারি পাইক্রফটকে সরিয়ে নিল আইসিসি

ছবি: সংগৃহীত

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপে পাকিস্তানের ম্যাচ পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছে আইসিসি। তার জায়গায় রিচি রিচার্ডসন দায়িত্ব পালন করবেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম দি নেশনস এই তথ্য জানিয়েছে। তবে আইসিসি বা এসিসির পক্ষ থেকে এ বিষয়ে কোন বিবৃতি বা বক্তব্য দেওয়া হয়নি।

করমর্দন ইস্যুতে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের আগে ভারত ও পাকিস্তানের অধিনায়ককে করমর্দন না করতে বলেন। দুই দল করমর্দন করেওনি। কিন্তু পিসিবি অভিযোগ করেছে, পাইক্রফট ভারতের পক্ষপাতিত্ব করে হাত না মেলানোর সিদ্ধান্তকে বৈধতা দিয়েছেন। যা ক্রিকেটের চেতনার পরিপন্থী।

পিসিবি সেজন্য ম্যাচ বয়কটের হুমকি দিয়ে জানায়, পাইক্রফটকে তাদের ম্যাচের রেফারির দায়িত্ব থেকে না সরালে খেলবে না তারা। শক্ত অবস্থান নিয়েছিল আইসিসিও। তারা জানিয়ে দেয়, টুর্নামেন্ট চলাকালে ম্যাচ রেফারি পরিবর্তন সম্ভব নয়।

আইসিসির এমন অবস্থানের পরও ম্যাচ বয়কেটের সিদ্ধান্তে অনড় ছিল পিসিবি। পাকিস্তানের সংবাদ মাধ্যমের মতে, ম্যাচের টিকিট বিক্রি হয়ে যাওয়া, সম্প্রচার স্বত্ত্বের চুক্তি ভঙ্গসহ নানা দিক বিবেচনা করে আইসিসি তাদের অবস্থান থেকে সরে এসেছে। সরিয়ে নিয়েছে ম্যাচ রেফারিকে।

যদিও ক্রিকবাজ সূত্রের বরাত দিয়ে বলেছে, আইসিসি ম্যাচ রেফারি পরিবর্তন না করার সিদ্ধান্তে অনড় আছে। পিসিবিও তাদের শক্ত অবস্থান ধরে রেখেছে। ম্যাচ নিয়ে যে কারণে অনিশ্চয়তা কাটেনি। পরিস্থিতি স্বাভাবিক করতে আইসিসি, এসিসি ও পিসিবি বৈঠকে বসেছে। কিছুক্ষণ আগ পর্যন্ত যে বৈঠক চলছিল।   

Link copied!