জুন ১৫, ২০২৪, ০৮:২১ এএম
হৃদয়ভাঙা হার দেখেছে নেপাল। টি টোয়েন্টি বিশ্বকাপে সেন্ট ভিনসেন্টে নেপাল ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেলেছে। শেষ বলে ২ রান দরকার ছিল। গুলশান ঝা স্ট্রাইকে ছিলেন। তিনি রান নিতে গিয়ে রান আউট হন। ১ রানে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। এ বিশ্বকাপে টানা ৪ জয় নিয়ে সুপার এইটে গেল দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ১১৫ রান তোলে। জবাবে ১১৪ রানে থেমেছে নেপাল। ১৯ রানে ৪ উইকেট শিকারি তাবরেজ শামসি ম্যাচসেরা হন।
দক্ষিণ আফ্রিকা রেজা হেনড্রিকস ৪৩ ও স্টাবস ২৭ রান করেন। নেপালের কুশল বারতেল ১৯ রানে ৪ উইকেট নেন। নেপালের আসিফ শেখের স্কোর ছিল ৪২ রান। তিনি দলীয় সর্বোচ্চ স্কোর করেন।
নেপাল যদি এ ম্যাচ জিতে যেত তাহলে তাদের পয়েন্ট হতো ৩। বাংলাদেশের সাথে তাদের পরের ম্যাচ। সে ম্যাচে বৃষ্টির শঙ্কা রয়েছে। সে ম্যাচ ভেসে গেলে নেপাল ও বাংলাদেশের সমান ৪ পয়েন্ট হতো। তখন রান রেট বিবেচনায় বাংলাদেশ পিছিয়ে পড়তে পারতো। সেক্ষেত্রে নেপালেরও সুপার এইটে যাওয়ার সম্ভাবনা তৈরী হতো।