নিউজিল্যান্ডকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। ২০১৯ সালে সেমিফাইনালে হেরেছিল তারা কিউইদের কাছে। এবার অবশ্য সে ভুল হয়নি। ১৯৮৩, ২০০৩, ২০১১ সালের পর আবার ফাইনাল আকাশী জার্সিধারীরা।
ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে চতুর্থবারের মত ফাইনালে ভারত। দুবারের চ্যাম্পিয়ন তারা। এই মুম্বাইয়ের ওয়াংখেড়েতে তারা ২০১১ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল। আর প্রথম বিশ্বকাপ তারা জেতে ১৯৮৩ সালে।
৩৯৮ রানের টার্গেট টপকাতে পারেনি নিউজিল্যান্ড। তারা থেমেছে ৩২৭ রানে (৪৮.৫ ওভার)। ৫৭ রানে ৭ উইকেট শিকারি মোহাম্মদ সামি ম্যাচসেরা হন।
ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ৫০তম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন কোহলি। এতে ভেঙে যায় তার শচীন টেন্ডুলকারের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড। বিশ্বরেকর্ড গড়া সেঞ্চুরির ইনিংসে ১১৭ রান করেন কোহলি। শতক হাঁকিয়ে ১০৫ রান করেন শ্রেয়াস আইয়ার। জোড়া সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯৭ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে ড্যারেল মিচেলের সেঞ্চুরি সত্ত্বেও পেসার সামির দুর্দান্ত বোলিংয়ে ৩২৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ১৩৪ রান করেন মিচেল।
আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিতব্য ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারনী ম্যাচ খেলতে নামবে ভারত।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৩৯৭/৪, ৫০ ওভার (কোহলি ১১৭, আইয়ার ১০৫, সাউদি ৩/১০০)।
নিউজিল্যান্ড : ৩২৭/১০, ৪৮.৫ ওভার (মিচেল ১৩৪, উইলিয়ামসন ৬৯, সামি ৭/৫৭)।
ফল : ভারত ৭০ রানে জয়ী।