বিশ্বকাপে উড়ন্ত শুরু করেছিল বাংলাদেশ। আফগানদের বিপক্ষে দারুণ জয়ের পর দিশেহারা হয়ে গিয়েছে সাকিব আল হাসানের দল। টানা চার ম্যাচ হেরে সেমিফাইনালের স্বপ্ন এখন শুধু কাগজে-কলমেই। আগামীকাল (শনিবার) কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান টাইগার পেসার তাসকিন আহমেদ।
ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসে তাসকিন বলেন, ‘আশা অনুযায়ী তো বোলিং-ব্যাটিং দুটোই হয়নি। আশা করছি যে কালকে আমাদের সেরাটা দিয়ে যেসব জায়গায় ভুল হয়েছে ওগুলোতে উন্নতি করা (সম্ভব)। নিজেদের সেরাটা দিয়ে জেতাটা মূল লক্ষ্য। যেসব জায়গায় ভালো হয়নি, সেসব জায়গায় ১০-১৫ শতাংশ উন্নতি করলে হয়তো জেতার সুযোগটা আসবে।’
সবশেষ চার ম্যাচ হারের কারণে ভক্ত-সমর্থকরা মনে করছেন ছিটকে গেছে বাংলাদেশ দল। তবে এখনই আশা ছাড়ছেন না টাইগার পেসার তাসকিন। তিনি বলেন, ‘এখনো সব শেষ হয়ে যায়নি। আরও চার ম্যাচ আছে। পরের চার ম্যাচে যদি আমরা জিততে পারি, অনেক কিছুই সম্ভব। কারণ এখানে রানরেটের একটা ব্যাপার আছে এবং কয়েকটি দল আছে যেমন-ইংল্যান্ড হেরেছে আফগানিস্তানের কাছে। আবার ইংলিশরা শ্রীলঙ্কার বিপক্ষেও হেরেছে। ফলে যদি পরের চার ম্যাচে জিততে পারি তাহলে গল্পটা অন্যরকম হতে পারে। ’
অবশ্য এতসব না ভেবে আপতত ম্যাচ বাই ম্যাচ নিয়েই চিন্তা তাসকিনের, ‘তবে আপাতত আমরা ম্যাচ বাই ম্যাচ নিয়ে পরিকল্পনা করছি। হ্যাঁ, এটা সত্য যে আমরা ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ভালো করতে পারিনি। কিন্তু এখনও চার ম্যাচ আছে। তাই আমরা সামনে ভালো করার অপেক্ষায় আছি`, বলেন তাসকিন।
সংবাদ সম্মেলনে অবশ্য কিছুটা অভিমান নিয়ে তাসকিন বলেন, ‘যখন খারাপ হয়, তখন আমাদের এই ১৫ জনেরই সব নিতে হয়। ওটা তো আমরা নিচ্ছি আগের মতোই। সব চাপ নিচ্ছি সমস্যা নাই। আবার যখন ভালো হবে, সবাই মিলে উদ্যাপন করবো।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে তাসকিন তিন ম্যাচ খেলে ১২৬ রান দিয়ে নিয়েছেন মাত্র ৩ উইকেট। এখানকার উইকেটে ভালো করার জন্য অনেক দক্ষতা থাকা প্রয়োজন মনে করেন বাংলাদেশি এই পেসার। তাসকিন বলেন, `ভিন্ন দক্ষতা ও ম্যাচ নিয়ে সচেতনতা দরকার। এই ধরনের উইকেটে ভালো করতে হলে খুব বেশি দক্ষতা প্রয়োজন হবে।‘