জুলাই ১০, ২০২৪, ০৩:০৭ এএম
লামিন ইয়ামাল ও ডানি অলমোর গোলে ভর করে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে স্পেন। সেমিফাইনালে এক গোলে পিছিয়ে থাকার দুরন্ত প্রত্যাবর্তন করে স্পেন। ২-১ গোলের জয়ে ১২ বছর পর আবার ফাইনালে তারা।
ফ্রান্সের হয়ে প্রথম গোলটি করেন কোলো মুয়ানি। ম্যাচের ৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি। ২১ মিনিটে ডি বক্সে বাহির থেকে লঙ শটে গোল করে স্পেনকে সমতায় ফেরান লামিন ইয়ামাল। এই ইউরোতে তার প্রথম গোল এটি। ১৬ বছর বয়সী এই ফুটবলার ইউরোর ইতিহাসে সবচেয়ে কমবয়সী গোলদাতা এখন।
২৫ মিনিটে ডানি অলমো ডি বক্সে ক্রস দিতে গিয়ে গোল করে বসেন ফ্রান্সের ফুটবলারের পায়ে লেগে বল জালে জড়িয়ে গেলে। গোলটি তাকেই দেয় ম্যাচ অফিসিয়াল।
প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে স্পেন। পরের অর্ধে ফ্রান্স অনেক চেষ্টা করেও আর পায়নি। ২০১২ সালে স্পেন ৪-০ গোলে ইতালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ১২ বছর পর তারা আবার ফাইনালে।
বার্লিনে ১৫ জুলাই ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড নয়তো নেদারল্যান্ডস। যারা বৃহস্পতিবার রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।