বিশ্বকাপ বাছাই ২০২৬

মেসিকে ছাড়া লাপাজ জয় আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০৫:০৫ পিএম

মেসিকে ছাড়া লাপাজ জয় আর্জেন্টিনার

আর্জেন্টিনার প্রথম গোলটি এনজোর ছবি : টুইটার

লাপাজের যে মাঠে আর্জেন্টিনা ও বলিভিয়া খেলেছে সেখানে অক্সিজেনের মাত্রা কম। নিঃশ্বাস নিতে কষ্ট হয় কারণ সমুদ্রপৃষ্ঠ হতে মাঠ অনেক উঁচুতে। তবে আর্জেন্টিনা সে সব জয় করেছে বিশ্বকাপ ২০২৬ বাছাই ম্যাচে। 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই। আর্জেন্টিনা ৩-০ গোলে বলিভিয়াকে হারিয়েছে। তাও লিওনেল মেসিকে ছাড়া এ জয় এসেছে। মেসিকে দলে রাখা হয়নি। চোট নয়। বিশ্রামে ছিলেন তিনি। 

আগামী বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম দুটি ম্যাচেই জিতল ২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। বড় আতঙ্ক ছিল লাপাজের উচ্চতা। ম্যাচের ভেন্যু এস্তাদিও হার্নান্দো সিলসের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬৫০ মিটার উঁচুতে। এমন উচ্চতায় বাইরের দেশের খেলোয়াড়দের জন্য সেরা খেলাটা বের করে আনা খুবই কঠিন।

অক্সিজেনের সমস্যা এবং পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো নিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়। তাই বাধ্য হয়ে অক্সিজেন ফিল্টার নিয়ে বলিভিয়া গিয়েছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। 

আর্জেন্টিনার হয়ে এ ম্যাচে গোল করেছেন এনজো, তাগলিয়াফিকো ও গঞ্জালেস। 

 

Link copied!