ম্যানচেস্টার সিটিকে রুখে দিলো বায়ার লেভারকুসেন

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ১১:৩৩ এএম

ম্যানচেস্টার সিটিকে রুখে দিলো বায়ার লেভারকুসেন

ছবি: সংগৃহীত

বল দখল থেকে আক্রমণ—মাঠের সব পরিসংখ্যানে প্রাধান্য ছিল ম্যানচেস্টার সিটির। কিন্তু গোলই যখন ফুটবলের চূড়ান্ত ভাষা, সেখানে পুরো ম্যাচে শ্রেয়তা দেখিয়েছে বায়ার লেভারকুসেন। দুর্দান্ত দুই ফিনিশিংয়ে জার্মান ক্লাবটি চ্যাম্পিয়নস লিগে সিটির মাঠ থেকেই তুলে নিয়েছে পূর্ণ তিন পয়েন্ট।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতের খেলায় ২–০ ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছে সিটি। লেভারকুসেনের হয়ে প্রথমার্ধে আলেহান্দ্রেও গ্রিমালদো এবং দ্বিতীয়ার্ধে পাত্রিক শিক গোল করেন।

ব্যস্ত ম্যাচসূচির কথা বিবেচনায় রেখে শুরুতে দোন্নারুম্মা, হলান্ড, ফোডেন ও ডোকুকে বিশ্রামে রাখেন পেপ গার্দিওলা। বিরতির পর একে একে তাদের নামালেও বদলায়নি সিটির ভাগ্য। প্রথমার্ধজুড়ে মন্থর ছন্দে খেলতে থাকা সিটি লেভারকুসেনের শক্তিশালী রক্ষণ ভাঙতে পারেনি। দ্বিতীয়ার্ধে ছন্দ বাড়ালেও তার খেসারত দিতে হয়েছে আরও একটি গোল হজম করে।

ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের ভালো সুযোগ আসে সিটির সামনে। অস্কার ববের কাটব্যাকে নাথান আকের শট ঠেকিয়ে দলকে বাঁচান লেভারকুসেনের গোলরক্ষক। এরপর ২৩তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় অতিথিরা। মালিক টিলমানের ক্রস, কোফানের ফ্লিক—সব মিলিয়ে সিটির ডিফেন্স গুছিয়ে নিতে না পারায় জোরালো শটে গোল করেন গ্রিমালদো। বিরতির ঠিক আগে কাছাকাছি থেকে নেওয়া শটে সমতা আনার সুযোগ হাতছাড়া করেন টিজানি রেইন্ডার্স।

দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তনে আক্রমণে গতি তোলার চেষ্টা করেন গার্দিওলা, কিন্তু ৫৪তম মিনিটে উল্টো ব্যবধান বাড়ায় লেভারকুসেন। ইব্রাহিম মাজার সুইং করা ক্রস থেকে দারুণ হেডে গোল করেন শিক।

৬৫ মিনিটের পর হলান্ড ও রায়ান শের্কিকে নামালে সিটির আক্রমণে তীব্রতা ফেরে। কয়েকটি সুযোগও তৈরি হয়, কিন্তু লেভারকুসেনের গোছানো রক্ষণ আর দক্ষ গোলকিপিংয়ে শেষ পর্যন্ত ব্যর্থই হয় স্বাগতিকরা। ৮৫তম মিনিটে শের্কির বিপজ্জনক ফ্রি–কিকটিও দারুণভাবে ফেরান গোলরক্ষক।

প্রথম হারের পর ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয়ে আছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে জয়ের ফলে ৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে লেভারকুসেন।

Link copied!