প্রথমবারের মত উয়েফা সুপার কাপ জয় করেছে ম্যানচেস্টার সিটি। প্রতি বছর উয়েফা এই ম্যাচটি করে থাকে। চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ম্যাচটি খেলে।
সেভিয়া গত মৌসুমের ইউরোপা লিগ জয়ী। আর ম্যানসিটি তো চ্যাম্পিয়নস লিগ জেতে প্রথমবারের মত। এই ম্যাচটি ছিল গ্রিসের কারাইস কাসিস স্টেডিয়ামে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকে ম্যানসিটি ৫-৪ গোলে হারায় সেভিয়াকে।
ম্যাচের ২৫ মিনিটে ইউসুফ এন নেসরি সেভিয়াকে গোল উপহার দেন। ৬৩ মিনিটে সিটির পালমার সে গোল শোধ করে দেয়। ফলে টাইব্রেকে যেতে হয় পরে। আর সেখানে শিরোপা জেতে সিটি।
কাল নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। ইউসেফ এন-নেসিরির প্রথমার্ধের হেডের গোলে এগিয়ে গিয়েছিল স্প্যানিশ ক্লাব সেভিয়া। কাল পুরো ম্যাচে সিটিজেনরা তাদের স্বাভাবিক পারফরমেন্সের থেকে বেশ খানিকটা দুরে ছিল। কিন্তু কোল পালমারের ৬৩ মিনিটের গোলে শেষ পর্যন্ত সমতা ফিরিয়ে সমর্থকদের মনে স্বস্তি ফিরিয়ে আনে গার্দিওলা শিষ্যরা। এরপর পেনাল্টিতে সিটিজেনরা নিজেদের নির্ধারিত সবকটি শটে সফল হলেও সেভিয়া ডিফেন্ডার নেমাঞ্জা গুডেল তার শটটি বারে লাগান। আর এতেই প্রথমবারের মত সুপার কাপের শিরোপা নিশ্চিত হয় ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের।
আগামী ডিসেম্বরে সিটি যদি ক্লাব বিশ্বকাপের শিরোপা জিততে পারে তবে ইংল্যান্ডে আসার পর গার্দিওলার অনার্স লিস্টটা পরিপূর্ণ হবে। ইতোমধ্যেই এই তালিকায় জমা হয়েছে পাঁচটি প্রিমিয়ার লিগ, চারটি লিগ কাপ, দুটি এফএ কাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘এই শিরোপা জিততে পারায় আমরা সত্যিই দারুন আনন্দিত। এখন আমাদের সামনে আর মাত্র একটি শিরোপা বাকি। আশা করছি সেটাও হাতে নিতে পারবো।’