মার্চ ২১, ২০২৪, ০৩:০০ পিএম
মোস্তাফিজ শুক্রবার একাদশে থাকতে পারেন ছবি : ফেসবুক
আইপিএল শুরু হচ্ছে। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই খেলবে। তবে চেন্নাই অধিনায়ক বদল করেছে। ঋতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান একমাত্র বাংলাদেশী হিসেবে আসর শুরু করতে যাচ্ছেন। চেন্নাইয়ের একাদশে তিনি থাকতে পারেন বলে আশা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের এটি ১৭তম আসর। এই টুর্নামেন্ট দিয়ে আগামী জুনে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সাড়বে বিভিন্ন দেশের অনেক ক্রিকেটারই।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাইয়ের মাঠে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।