জাতীয় শোক দিবস পালন করবে বিসিবিও

ক্রীড়াঙ্গনে শোক দিবস পালন হবে আজ

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১৫, ২০২৩, ১১:২৫ এএম

ক্রীড়াঙ্গনে শোক দিবস পালন হবে আজ

গত বছরের মত আজ শোক ও শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে স্মরণ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ছবি : সংগৃহীত

জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের বেশিরভাগ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়।

শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত, বিশেষ দোয়া ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ।

সকাল ৮টায় কোরআন তেলাওয়াত এবং সকাল ৯টা ৫০ মিনিটে বিশেষ মোনাজাত শুরু হবে। এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপির উপস্থিতিতে উত্তর প্লাজা এলাকায় খাবার বিতরণ করা হবে।

এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও শোক ও শ্রদ্ধায় দিনটি স্মরণ করা হবে। সকাল ১০টায় কোরআন খতম করা হবে। দুপুরে কাজী সালাউদ্দিন ও তার ফেডারেশনের সবাই উপস্থিত থেকে পুস্পস্তবক অর্পণের পর মোনাজাত করবেন। 

পুরো ক্রীড়াঙ্গনে ফুটবল ও ক্রিকেটের মত নানা আয়োজনে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে স্মরণ করবে শ্রদ্ধাভরে। 

Link copied!