আইপিএলে স্টার্কের রেকর্ড

মোস্তাফিজ ধোনির চেন্নাইয়ে

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৩, ০৫:০৯ পিএম

মোস্তাফিজ ধোনির চেন্নাইয়ে

মোস্তাফিজুর রহমানকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে খেলবেন এই বাঁ-হাতি পেসার। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের  নিলামে নতুন ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক।
আইপিএলের নিলামের ইতিহাসে সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হয়েছেন স্টার্ক। আজ দুবাইয়ে আইপিএলের ১৭তম আসরের জন্য অনুষ্ঠিত নিলামে স্টার্ককে রেকর্ড পারিশ্রমিকে দলে নিয়েছে কোলকাতা নাইট রাইডার্স।
দ্বিতীয় সর্বোচ্চ ২০ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
নিলামে স্টার্ক ও কামিন্সের ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি।
আট বছর পর আইপিএল খেলতে নামবেন স্টার্ক। সর্বশেষ ২০১৮ সালের নিলামে স্টার্ককে ৯ কোটি ৪০ লাখ রুপিতে কিনেছিল কোলকাতা। পায়ের ইনজুরির কারনে ঐ আসরে খেলেননি স্টার্ক।
নিলামের বাইরে সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড ভারতের দুই ব্যাটার বিরাট কোহলি ও লোকেশ রাহুলের। দু’জনেরই পারিশ্রমিক ১৭ কোটি রুপি করে।
এছাড়াও এবারের নিলামে ১৪ কোটি রুপিতে নিউজিল্যান্ড অলরাউন্ডার ড্যারিল মিচেলকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস।

Link copied!