ঢাকায় আপাতত আসছেন না সাকিব আল হাসান। তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আসা নিয়ে প্রতিবাদ হয়েছে। আজ বিসিবি ঘেরাও করবে ছাত্র ও জনতা ও স্মারক লিপি প্রদান করবে।
সাকিব ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন মিরপুরে। ২১ অক্টোবর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচটি ছিল। সাকিব যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছিলেন। তিনি দুবাইয়ে চলেও আসেন। সেখানে তিনি জানতে পারেন, তার ওপর আবার চটে গেছে ছাত্র ও জনতা। ফলে নিরাপত্তাজনিত কারণে তিনি আসতে চাইছেন না।
সাকিব ক্ষুদে বার্তায় দ্য রিপোর্ট ডট লাইভকে জানিয়েছে,‘ আপাতত আমার আসা হবে না!’
সাকিব আল হাসান ভারতে অবসরের ঘোষণা দেন। টি-টোয়েন্টি ও টেস্ট তিনি খেলবেন না। আর শেষ টি ঢাকায় খেলতে চেয়েছেন।
চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। সেখানে তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন। সাকিব বাংলাদেশে সেরা অলরাউন্ডার হিসাবে রয়েছেন।
তিনি শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য ছিলেন মাগুড়া থেকে। জুলাই ও আগস্টে তিনি নীরব ছিলেন। আর এতে বিরক্ত হয় ছাত্র ও জনতা।