অক্টোবর ২৩, ২০২৫, ০২:৩১ পিএম
সাকিব আল হাসান, ছবি: সংগৃহীত
ক্রিকেটের কোনো ফরম্যাট থেকেই এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি বলে দাবি করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
দেশে ফিরে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে চান তিনি।
২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতে সফরে খেলেছিলেন সাকিব আল হাসান। পরবর্তী সময়ে আর বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে পারেননি তিনি। বাংলাদেশে শেষ টেস্ট খেলার ইচ্ছা থাকলেও দলে জায়গা হয়নি তার। এ নিয়ে আক্ষেপের শেষ নেই এই অলরাউন্ডারের। দেশে ফিরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাকিব তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।
অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাট থেকেই অবসর নেইনি।
বাংলাদেশে ফেরা এবং দেশে বিদায়ী ম্যাচ খেলার প্রসঙ্গে সাকিব বলেন, ‘হ্যাঁ, শতভাগ সত্য দেশে ফিরে শেষ ম্যাচ খেলতে চাই। আমি মনে করি এটা আমার চেয়ে আমার ভক্তদের জন্যই বেশি প্রয়োজন। যদি এটা ঘটে, আমি মনে করি এটা আমার ভক্তদের জন্য এবং আমার জন্য সেরা ব্যাপার হবে।’
তবে সাকিবের এই ইচ্ছার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। সম্প্রতি শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন সাকিব। এর পরপরই তীব্র প্রতিক্রিয়া আসে। এ নিয়ে বাংলাদেশের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সাকিব আল হাসানের পাল্টাপাল্টি স্ট্যাটাস বিনিময় হয়েছে।
এরপরই সাকিবকে আর কখনো জাতীয় দলের জার্সিতে খেলতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দেওয়া হবে যেন সাকিব আল হাসানকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামতে না দেওয়া হয়।
পরিবার নিয়ে আগেই যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন সাকিব। এখন সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে ক্রিকেট থেকে পুরোপুরি দূরে নেই তিনি। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত অংশ নিচ্ছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে খেলেছেন তিনি, যেখানে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে বড় তারকা।
নিজের সাম্প্রতিক অভিজ্ঞতা সম্পর্কে সাকিব বলেন, “সত্যি বলতে খুব উপভোগ করেছি। অনেক লোকাল প্লেয়ারের সঙ্গে পরিচয় হয়েছে, অনেকের সঙ্গে দেখা হয়েছে যাদের ক্যারিয়ারের শুরুতে দেখেছিলাম। অনূর্ধ্ব–১৯ সময়ের মতো একটা পরিবেশ পেয়েছি, যেন ছোটবেলার দিনগুলোয় ফিরে গিয়েছিলাম।”
সবশেষ সাক্ষাৎকারে সাকিবের কণ্ঠে ফুটে উঠেছে একটাই ইচ্ছা—মিরপুরের সেই পরিচিত মাঠে শেষবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে নামার স্বপ্ন। তবে বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় সেটি বাস্তবায়িত হবে কি না, তা নিয়েই এখন বড় প্রশ্ন।