রোনালদিনহোকে দেখতে মাত্র দুজন সমর্থক : তাও মেলেনি দর্শন

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৯, ২০২৩, ০৩:২১ এএম

রোনালদিনহোকে দেখতে মাত্র দুজন সমর্থক : তাও মেলেনি দর্শন

চার ঘন্টা দাড়িয়ে এক সেকেন্ড দেখলেন রোনালদিনহোকে। ছবি : দ্য রিপোর্ট ডট লাইভ।

শনির আখড়া থেকে বিমানবন্দর। রাজধানীর প্রান্ত বদল করে সকাল ১১ টা থেকে অপেক্ষা করছিল ফয়সাল ও প্রাঙ্গণ। লক্ষ্য একটাই নিজের স্বপ্নের খেলোয়াড়কে এক নজর দেখা। বিমানবন্দরের ভিআইপি গেটে টানা সাড়ে চার ঘন্টা দাড়িয়ে অবশেষে দেখলেন রোনালদিনহোকে। ঠিক দেখা নয় বরং এক সেকেন্ডেরও কম সময় যে দর্শন পেয়েছেন সেটা যেন দেখার চেয়েও বেশি কিছু। উচ্ছ্বাস ও আবেগে বাকরুদ্ধ হলেও ছিল আয়োজকদের প্রতি অভিমান ও ক্ষোভের জায়গা।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনালদিনহো বিমানবন্দর ছেড়েছেন সোয়া চারটা নাগাদ। ঢাকায় পা রেখেই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রাম নিয়ে গণভবনে দেখা করলেন প্রধানমন্ত্রীর সাথে। এরপর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও জাতীয় পুরুষ ও নারী দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুনের সঙ্গে দেখা করবেন। ব্রাজিল ফুটবল দলের সমর্থক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

তবে সব কিছু ছাপিয়ে একটা প্রশ্নই থেকে যায়। ভক্ত ও সমর্থকদের জন্য কি আছে। ঢাকায় এর আগে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ যখন ঢাকায় আসে তখনও ভক্তরা ভীড় জমিয়েছিল। তবে তখন কড়াকড়ি নিরাপত্তার কারনে তাকে এক নজর পর্যন্ত দেখা যায়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ২ টায় কথা হচ্ছিল মাহমুদ ফয়সাল ও প্রাঙ্গণের সাথে। দুজনই শিক্ষার্থী এসেছেন শনির আখড়া থেকে। এত দূর থেকেও কেন রোনালদিনহোকে দেখতে আসলেন জিজ্ঞাস করায় প্রাঙ্গণ বলে উঠল, আমরা যারা আগে থেকে ফুটবল দেখে আসি তাদের মুগ্ধতার শুরু রোনালদিহনো থেকে। ছোট থেকেই তাকে দেখে বড় হওয়া। হয়ত সময়ের পালে এখন অনেকেই তার কথা মনে রাখছে না। তবে দিনহোর সাথে কারও তুলনা হয়না। এসি মিলান,ব্রাজিল ও বার্সার ভক্ত হয়েছি স্রেফ রোনালদিনহোর জন্য।

যদি কোনভাবে মত বিনিময় করা যায় তাহলে কি করবেন এমন প্রশ্ন করার মাহমুদ ফয়সাল দ্য রিপোর্টকে জানায়, আমি বাকরুদ্ধ হয়ে যেতে পারি। স্বপ্ন যখন বাস্তব হবে সেটা কিভাবে সামাল দিব। পুরোপুরি বাকরুদ্ধ হবো আমি।

সত্যিই তাই হয়েছে। রোনালদিনহোকে এক ঝলক দেখার পর যেন বাকরুদ্ধই হলেন ফয়সাল। অনেকক্ষণ পর নিজেকে সামলে বললেন, এক সেকেন্ডও মনে হয় আমি দেখিনি। শুধু দেখলাম যে শুধু হাসতেছে আর হাত নাড়ছে। এতেই যেন আমার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে।

তবে উচ্ছ্বাস থাকলেও অনেকটাই ক্ষোভ ঝাড়লেন প্রাঙ্গণ। তিনি বললেন, এর আগেও মার্টিনেজ আসায় কোন ভক্ত তার দেখা পাননি। এখন রোনালদিনহোকেও দেখতে পারলাম না। আসলে আমাদের ব্যবস্থাপনাই ভাল নয়।

তবে রোনালদিনহোকে দর্শন যে তাদের স্মৃতিতে আজীবন থাকবে সেই ইঙ্গিত দিলেন তারা।

Link copied!