সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শনিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে ৪৩ রানে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তান বেশ ভাল খেলেচে।
পাকিস্তান আগে ব্যাট করে ২৮১ রান সংগ্রহ করে। শাহজেইব খান একাই ১৫৯ রান তোলেন। জবাবে ভারত ৪৭.১ ওভারে ২৩৮ করে ভারত। শাহজেইব ম্যাচসেরা হয়েছেন।
গতকাল বাংলাদেশ জয় দিয়ে এই আসর শুরু করেছে। আফগানিস্তানকে হারায় তারা।