বিপিএল ২০২৩

খেলোয়াড়দের ড্রাফট আজ

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৭:৪০ এএম

খেলোয়াড়দের ড্রাফট আজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগর (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিলামের জন্য প্লেয়ার্স ড্রাফটে মোট ২০৩ জন স্থানীয় এবং ৪৪৩ বিদেশি খেলোয়াড়ের নাম রেখেছে  টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। রবিবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হবে এ নিলাম ।
স্থানীয় খেলোয়াড়দের ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরিতে একমাত্র খেলোয়াড় মুশফিকুর রহিম। ‘এ’ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পাবেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
‘বি’ ক্যাটাগরিতে চার ক্রিকেটার (৫০ লাখ টাকা), ‘সি’ ক্যাটাগরিতে ১৮ জন ক্রিকেটার (৩০ লাখ টাকা), ‘ডি’ ক্যাটাগরিতে ৩১ জন ক্রিকেটার (২০ লাখ টাকা), ‘ই’ ক্যাটাগরিতে ৭৫ জন ক্রিকেটার (১৫ লাখ টাকা), ‘এফ’ ক্যাটাগরিতে ২৯ জন ক্রিকেটার (১০ লাখ টাকা) এবং ‘জি’ ক্যাটাগরিতে ৪৫ জন ক্রিকেটারকে (৫ লাখ টাকা) রাখা হয়েছে।
বিদেশী ক্রিকেটারদেরও ২০  থেকে ৮০ হাজার ডলারের পারিশ্রমিকে ছয়টি ক্যাটাগরিতে রাখা হয়েছে
রশিদ খান, হাসারাঙ্গা ডি সিলভা, বাবর আজম, ব্রান্ডন কিং, মোহাম্মদ নবি ও অন্যান্য তারকারা আগামী বিপিএলে খেলবেন।
এদিকে, গত মৌসুমে ঢাকা ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক বিতর্কিত অধিনায়ক নাসির হোসেনকে ডাফট থেকে বাদ দেয়া হয়েছে।
২০২১ সালের আবু ধাবি টি-টেন লিগে দুর্নীতি বিরোধী নিয়ম ভঙ্গের  কারনে অভিযুক্ত আটজন খেলোয়াড়, কর্মকর্তা এবং দলের মালিকদের মধ্যে নাম আছে নাসিরের। বর্তমানে ঐ ঘটনার তদন্ত চলছে।
আগামী মৌসুমে নতুন দলের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ফরচুন বরিশাল থেকে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন সাকিব। গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলা তামিমকে সাকিবের জায়গা নিয়েছে বরিশাল।
বিপিএলের আসন্ন আসরটি আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

ক্যাটাগরি ‘এ’- মুশফিকুর রহিম

ক্যাটাগরি ‘বি’- আফিফ হোসেন ধ্রুব, ইবাদত হোসেন, রনি তালুকদার এবং ইমরুল কায়েস

ক্যাটাগরি ‘সি’- ইরফান শুক্কুর, জাকের আলী অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সাইফ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আল আমিন হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরি, শামীম হোসেন পাটোয়ারি, নাঈম হাসান, নাইম শেখ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরি।

ক্যাটাগরি ‘ডি’- অলক কাপালি, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি, আরিফুল হক, আকবর আলী, আলাউদ্দিন বাবু, এনামুল হক জুনিয়র, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ রাব্বি, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম অমি, কামরুল ইসলাম রাব্বি, সৈকত আলী, সাইফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মার্শাল আইয়ুব, মেহেদি হাসান রানা, মুক্তার আলী, নাদিফ চৌধুরি, নাইম ইসলাম, রেজাউর রহমান রাজা, রবিউল হক, রিপন মণ্ডল, সৌম্য সরকার, শামসুর রহমান শুভ, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, শফিকুল ইসলাম, সুমন খান, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম।

ক্যাটাগরি ‘ই’- আনিসুল ইসলাম ইমন, অমিত হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, আব্দুল হালিম, আসিফ হাসান মিতুল, আবু সায়েম, এনামুল হক জুনিয়র, আলিস আল ইসলাম, একেএস স্বাধীন, আসাদুজ্জমান পায়েল, আব্দুল্লাহ আল মামুন, অমিত মজুমদার, ফরহাদ হোসেন, ফারদিন হোসেন অনি, আবিদুর রহমান সোহান, ইমরানুজ্জামান, জাবিদ হোসেন, জুবায়ের হোসেন লিখন, জাহিদ জাভেদ, জসিমউদ্দিন, জাওয়াদ রোয়েন, কাজী অনিক, মোহাম্মদ আশরাফুল, মাহমুদুল হাসান লিমন, এনামুল হক, আব্দুল মজিদ।

মিজানুর রহমান, মুনিম শাহরিয়ার, মনির হোসেন, তানবীর হায়দার, ইলিয়াস সানী, আল আমিন জুনিয়র, মেহেদি মারুফ, মোহর শেখ অন্তর, মাইশুকুর রহমান, মোহাম্মদ শরিফুল্লাহ, হাসান মুরাদ, নাঈম ইসলাম জুনিয়র, মাসুম খান টুটুল, মুশফিক হাসান, মাহফিজুল ইসলাম রবিন, মহিউদ্দীন তারেক, মানিক খান, আশিকুজ্জামান, মঈন খান, নোমান চৌধুরি, নুর হোসেন সাদ্দাম, নাহিদ রানা।

প্রিতম কুমার, পারভেজ হোসেন ইমন, পিনাক ঘোষ, সাব্বির রহমান, সঞ্জিত সাহা, সোহরাওয়ার্দী শুভ, সাকলাইন সজীব, সালমান হোসেন, সালাউদ্দিন সাকিল, সাজ্জাদুল হক রিপন, শামসুল ইসলাম, সাজ্জাদ হোসেন সাব্বির, শাহনুর রহমান, সাব্বির হোসেন, সায়েম আলম, শাহাদাত হোসেন দিপু, রাকিবুল হাসান, রিশাদ হোসেন, নাবিল সামাদ, রাহাতুল ফেরদৌস জাভেদ, রুবেল মিয়া, রবিউল ইসলাম রবি, রুয়েল মিয়া, রায়হান উদ্দীন, তৌহিদ তারেক খান, তাইবুর রহমান, জাহিদুজ্জামান খান।

Link copied!