আহমেদাবাদে দুরন্ত ফাইনাল

রোহিতের বিশ্বাস

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৩, ০৪:০৩ পিএম

রোহিতের বিশ্বাস

বিশ্বকাপে রোহিত শর্মা বিশ্বকাপ ফাইনাল নিয়ে বেশ সিরিয়াস। সংবাদ সম্মেলনে তিনি আত্মবিশ্বাসী ছিলেন। দলটার নাম অস্ট্রেলিয়া বলেই ভয়। ৫ বারের চ্যাম্পিয়ন ওরা। আর বিশ্বকাপ ইতিহাসে ২টি ফাইনালে তারা হেরেছেও। হারের রেকর্ড বেশ কম। 

রোহিত অস্ট্রেলিয়াকে সমীহ করছেন। তিনি বলেন,‘ ওরা আট ম্যাচ জিতেছে। যোগ্য় দল হিসেবে ফাইনালে। কমপ্লিট সাইড। আমাদের ফোকাসে, নিজেদের টিম। প্রতিপক্ষকে নিয়ে ভাবতে চাই না। নিজেদের জন্য কোনটা গুরুত্বপূর্ণ, টিম এবং ব্য়ক্তিগত ভাবে কী করতে হবে, সেটাই একমাত্র ফোকাস।

অস্ট্রেলিয়ার সম্পর্কে তিনি জানেন। এই বিষয়ে রোহিত বলেন,‘  ওদের দলে বিশ্বজয়ী সদস্যরা রয়েছে, আমার নজরে সেটা কোনও বাড়তি সুবিধা নয়। ও (প্যাট কামিন্স) কী ভেবে বলছে, বুঝতে পেরেছি। প্লেয়ারদের বর্তমান ফর্ম, আমাদের টিমেও অনেকেই রয়েছে যাঁরা বিশ্বকাপ ফাইনাল না খেললেও এমন অনেক ফাইনাল খেলেছে। বিরাট ২০১১ বিশ্বকাপ ফাইনালে ছিল। অশ্বিন স্কোয়াডে ছিল। অ্যাডভান্টেজ একান্তই কামিন্সের ভাবনা। কারেন্ট ফর্ম নিয়েই ভাবছি।

 ফাইনালের আগে আশাবাদ প্রকাশ করেন রোহিত। তিনি বলেন,‘   সকলের কাছেই বড় মঞ্চ। প্রত্যেকে এই মঞ্চের জন্যই প্রস্তুতি নিয়েছে। পেশাদার অ্যাথলিটদের কাজই হল, সমস্ত কিছু বাইরে রেখে, মাঠে নিজের দায়িত্ব পালন করা। ফাইনাল, বড় ব্যাপার এসব নিয়ে ভাবনা আটকানো যাবে না। তবে নিজে থেকে যতটা নিয়ন্ত্রণ করা যায়, সেটাই শ্রেয়। বরং পরিকল্পনা নিয়ে ভাবতে হবে। কোথায় কেমন শট খেলব, কীরকম বোলিং করব। এসব ভাবতে হবে। আমার কাছে এটাই সবচেয়ে বড় ইভেন্ট। ছোট থেকে ওডিআই বিশ্বকাপের কথা ভেবেই বেড়ে উঠেছি। সমস্ত কিছু সাইডে রেখে টিমের কী প্রয়োজন, সেটা নিয়েই ভাবছি।

Link copied!