পাকিস্তানকে উড়িয়ে দিল রোহিতের ভারত

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৩, ০২:৪৪ এএম

পাকিস্তানকে উড়িয়ে দিল রোহিতের ভারত

ছক্কা মারছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ছবি : ফেসবুক

পাত্তাই পেল না পাকিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানকে ভারত হারাল ৭ উইকেটে। ১১৭ বল হাতে রেখে জয় চলে এসেছে রোহিত শর্মাদের হাতে। 

পাকিস্তান ৪২.৫ ওভারে অলআউট হয় ১৯১ রানে। জবাবে ভারত জয় পেয়েছে ৩০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে। 

রোহিত শর্মা অসাধারণ খেলেছেন। ওপেনিংয়ে নেমে ৬৩ বলে ৮৬ রান তোলেন ৬টি চার ও ৬টি ছক্কায়। তিনিই মূলত উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের বোলিং লাইনআপকে। 

শ্রেয়াস আয়ার ৫৩ ও লোকেশ রাহুল ১৯ রানে অপরাজিত ছিলেন। শাহিন আফ্রিদি ৩৬ রানে ২টি উইকেট নেন। 

পাকিস্তানের বিপক্ষে ভারতের বোলাররা ভাল করেন। জসপ্রিত বুমরাহ ১৯ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। 

ওয়ানডে বিশ্বকাপে আজ পর্যন্ত ভারতের বিপক্ষে জেতেনি পাকিস্তান। এটা নিয়ে ৮ বার হারল তারা। টি টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অবশ্য ভারতের সঙ্গে পাকিস্তানের জয় রয়েছে। 

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বোলারদের অসাধারন নৈপুন্যে ভারত ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। ১৯৯২ সালের পর বিশ^কাপের মঞ্চে এই নিয়ে আটবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। সবগুলোতেই জয় পেয়েছে ভারত। আজকের ম্যাচের পর অবশ্য পাকিস্তানের একটি স্পর্শও করেছে ভারত। বিশ^কাপে ইতিহাসে টানা আট ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয় আছে পাকিস্তানের।  
বিশ^কাপের ১২তম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের বিধ্বংসী বোলিংয়ে ৪২ দশমিক ৫ ওভারে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। ৩৬ রানে শেষ ৮ উইকেট হারায় পাকিস্তান। জবাবে রোহিত শর্মার ৬৩ বলে ৮৬ রানের সুবাদে ১১৭ বল বাকী রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এই জয়ে ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে উঠলো রোহিতের দল। ৩ ম্যাচে ৬ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে নেমে গেল নিউজিল্যান্ড। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে পাকিস্তান।

Link copied!