ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৫:২৯ পিএম
আবু হায়দার রনির (৫/১২) অবিশ্বাস্য বোলিংয়ে ফরচুন বরিশাল ১৫১ রানে থামে। জবাবে রংপুর জিতেছে ৯ উইকেট হারিয়ে আর ৩ বল হাতে রেখে। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারেও চলে গেছে তারা।
তামিমকে আউট করে সাকিব মেতে ওঠেন। আবার সাকিবের আউটে তামিমের রিঅ্যাকশন টিভিতে দেখা গেছে। সেই পুরনো লড়াই আবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দেখা গেল।
বিপিএলের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার কোন দল ১ উইকেটে ম্যাচ জিতলো। প্রথম ২০১৩ সালে মিরপুরে সিলেট রয়্যালস ১ উইকেটে হারিয়েছিলো বরিশাল বার্নাসকে।
এই জয়ে ১১ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করলো সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থেকেও প্লে-অফে দৌড়ে টিকে আছে বরিশাল।
তামিম ২০ বলে ৩৩ রান করেন। সাকিব ১৫ বলে ২৯ করে আউট হন।