বিশ্বকাপে নিজেদের পরিচিত পরিবেশে গ্রুপ পর্ব শেষে একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে ভারত। এ পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্ব নিশ্চিত করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ চারে বাড়তি চাপ ভারতের উপরই থাকবে বলে অনেকে মনে করছেন। রোহিত শর্মা সেমিফাইনালের আগে মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে জানান, সবার কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে।
রোহিত জানান, সবাই জানে কি করতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন,‘ আমি ক্যাপ্টেন হিসেবে কোনও বিশেষ মন্ত্রে বিশ্বাসী নই। তবে দলের ক্রিকেটাররা প্রত্যেকে নিজেদের ভূমিকাটা জানে। তাদের কাছ থেকে দল কী চাইছে, সেই সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে সবার। এতে কাজ অনেক সহজ হয়ে দাঁড়িয়েছে।`
রোহিত শর্মা ভাগ্য অনেকটাই বিশ্বাস করেন। তিনি বলেন,‘ সেমিফাইনালের মতো ম্যাচে একটু ভাগ্যের সাহায্য দরকার। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলার চেষ্টা করব। আশা করি ভাগ্য সাহসীদের সঙ্গ দেবে।’