বিপিএলের সাত অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৪, ০৪:৩৯ এএম

বিপিএলের সাত অধিনায়ক

সংগৃহীত ছবি

চূড়ান্ত হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএলের) সাত দলের ক্যাপ্টেন। বাংলাদেশের ভরসার পঞ্চ পান্ডবের দুইজন থাকছেন ক্যাপ্টেন্সির দায়িত্বে। এবারে বিপিএলে অধিনায়কত্বে নেই জাতীয় দলের তিন ফরমেটের কাপ্তান সাকিব আল হাসান। বিপিএল, সাতটা দল আর ক্যাপ্টেন্সির গল্প নিয়েই আজকের এই প্রতিবেদন।

জাতীয় দলের তিন ফরমেটের কাপ্তান সাকিব আল হাসান, টি-টুয়েন্টি দলের দায়িত্বটাও তার কাধেই। তবুও এবার সাকিব কে অধিনায়ক হিসেবে দেখবে ক্রিকেট প্রেমীরা। বিষয়টা অবাক করার মত হলেও কিছুই করার নেই ভক্তদের। অবশ্য এবার  সাকিব নিজেই চাননি অধিনায়কত্বের ভার। সাকিব না থাকায় রংপুর রাইডার্সের অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহান কে। জাতীয় দলের টি-টুয়েন্টি ফরমেটে অধিনায়কত্ব করেছেন সোহান। এছাড়াও গেল বিপিএলেও তাঁর অধিনায়কত্বেই খেলেছে রংপুর রাইডার্স। বিপিএলে সোহান কে সফল বলাই যায়। ১৩ ম্যাচে ৯ টি জয় এসেছে তাঁর অধিনায়কত্বে। এদিকে সাকিব ক্যাপ্টেন না থাকলেও তাঁর বন্ধু তামিম ইকবাল ঠিকই আছেন অধিনায়কত্বের দায়িত্বে। সাকিব গত বিপিএলে যে দলের ক্যাপ্টেন ছিলেন এইবার এই দল অর্থাৎ ফরচুন বরিশালের হয়ে অধিনায়কত্ব করবেন তামিম ইকবাল খান। বিপিএলে অধিনায়ক হিসেবে সেরা হিসেবেই বিবেচিত হবেন খান সাহেব। পরিসং্খ্যান অন্তত সে কথাই বলে। তবে সব জায়গা পরিবর্তীত হলেও যে নামটি শুনতে চাচ্ছেন আপনিও তিনি নিজে আছেন ক্যাপ্টেন্সি রোলেই। বলছি ক্যাপ্টেন ফ্যান্টাসটিক মাশরাফি বিন মোর্তোজার কথা। বিপিএল ইতিহাসে সেরা ক্যাপ্টেন বলতেই হয় ম্যাশ কে। তার অধিনায়কত্বে খেলা ১০০ টি ম্যচের মধ্যে ৬৪ টি ম্যাচেই পেয়েছে জয়ের দেখা। কুমিল্লার হয়ে তিনটা শিরোপা জেতানো ইমরুল কায়েস এবার থাকছেন না অধিনায়ক হিসেবে। এবারে ভিক্টোরিয়ান্সদের দায়িত্ব উঠেছে লিটন দাসের কাধে।জাতীয় দলেও লিটনের ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে। দূর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করে থাকেন এই অলরাউন্ডার। বিপিএলেও ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা আছে তাঁর। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক করা হয়েছে শুভাগত হোমকে। বিপিএলে এর আগে ১১ ম্যাচ অধিনায়কত্ব করে জয় পেয়েছেন কেবল ৩ টিতে। সর্বশেষ খুলনা টাইগার্সের দায়িত্বে আছেন এনামুল হক বিজয়। এইবার প্রথম অধিনায়কত্ব পেলেন ডানহাতি এই ব্যাটার। আগে কখনও অধিনায়কত্বের অভিজ্ঞতা না থাকলেও বিপিএলে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা নিশ্চই কাজে দিবে উইকেটরক্ষক এই ব্যাটার কে।এমনটাই প্রত্যাশা খুলনার।

বিপিএলে সাত দলের অধিনায়ক চূড়ান্ত। এবারে দেখার পালা কার অধিনাকত্বে দল পাবে শিরোপার ছোঁয়া।

Link copied!