সাকিব আল হাসান থামতে চাইছেন না। ২০২৬ বিশ্বকাপেও খেলতে চান এই সেরা অলরাউন্ডার। ২০০৭ সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। সে আসর থেকে সবকটি বিশ্বকাপে খেলেছেন তিনি।
সাকিব ও বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। টি টোয়েন্টি বিশ্বকাপের দুটি ম্যাচ এখানে। সাকিব বলেছেন, ‘ সবকটি বিশ্বকাপেই খেলেছি। আশা করি আর একটা বিশ্বকাপে খেলতে পারবো। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা গর্বের।’
চলতি বিশ্বকাপেও ভাল করতে চান তিনি। তিনি বলেন, ‘ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আমরা আগেও খেলেছি। আমাদের চেনা। ফ্লোরিডায় আমরা ভালও খেলেছি।’
৮ জুন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে। এরপর দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে রয়েছে খেলা।