ঢাকা প্রিমিয়ার লিগে নতুন দলে নাম লেখালেন সাকিব

ইউএনবি

ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৬:৫০ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগে নতুন দলে নাম লেখালেন সাকিব

ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে ফিরতে চেয়ে বারবার ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। এ কারণে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েও পারেননি। এসব জটিলতার মাঝেই আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে নতুন দলে নাম লিখিয়েছেন তিনি।

লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। অবশ্য দেশে ফিরে ক্লাবটির হয়ে তিনি খেলতে পারবেন কিনা, সে বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।

সাকিবকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করে রূপগঞ্জের এক কর্মকর্তা গণমাধ্যমে বলেছেন, ‘ক্রিকেটীয় কারণে আমরা সাকিবকে দলে নিয়েছি। সে দেশে আসতে পারলে আমাদের হয়ে খেলবে, না আসতে পারলে সেটা ভিন্ন ব্যাপার।’

গত আসরে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলেন সাকিব। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দলটির প্রধান পৃষ্ঠপোষক সরে যাওয়ায় ক্লাবটির সঙ্গে সম্পর্ক ধরে রাখাও সম্ভব হয়নি তার। পরে রূপগঞ্জের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচিত হন সাকিব। গত জুলাই মাসে দেশের বাইরে যান তিনি। এরপর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে হত্যাসহ একাধিক মামলার আসামি হন তিনি।

এরপর দেশের জার্সিতে খেললেও তা ছিল দেশের বাইরে অনুষ্ঠিত টুর্নামেন্টে (পাকিস্তান ও ভারতে)। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে রওনা হলেও দুবাই এসে ফিরে যেতে হয় তাকে।

ওই সময় থেকেই ক্রিকেটে ভালো সময় যাচ্ছে না এক সময়ের বিশ্বেসেরা এই অলরাউন্ডারের। সম্প্রতি তার বোলিং অ্যাকশন অবৈধ বলে গণ্য হয়। এর ফলে খেলার মাঠেও তার কার্যকারিতা কমে যায় অর্ধেক। এ কারণেই কেবল ব্যাটার হিসেবে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না নেওয়ার কথা জানান নির্বাচকরা।

বোলিং অ্যাকশন অবৈধ হলেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বল করতে বাধা নেই সাকিবের। সে কারণেই তাকে দলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে দেশে ফিরে খেলতে মাঠে নামতে পারবেন কিনা, তা একদমই অনিশ্চিত।

মার্চের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে এ বছরের ঢাকা প্রিমিয়ার লিগ। তা আগে আগামীকাল (রবিবার) পর্যন্ত চলবে দলবদল। ক্রিকেটারদের অনলাইন ও অফলাইন দুভাবেই নিবন্ধন করানো যাচ্ছে।

Link copied!