সাকিব আল হাসানের জন্য আরেকটি খারাপ সংবাদ। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তার বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করে নিষিদ্ধ করেছে।
ইংল্যান্ডে সাকিব আপাতত খেলতে পারবেন না। ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে স্বাধীন পরীক্ষায় অংশ নেন সাকিব। যেখানে তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে।
সাকিব কাউন্টি ম্যাচ খেলতে গিয়ে বিপদে পড়লেন।