এই বিপিএলে সাকিব ব্যাট হাতে জ্বলে উঠতে পারছেন না। তবে বোলিংয়ে ধার রয়েছে। সিলেটের বিপক্ষে শনিবার প্রথম বলেই আউট হন। আবার বোলিংয়ে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।
রংপুর রাইডার্স অবশ্য ম্যাচটি জিতেছে। নুরুল হাসান সোহানের ব্যাটিং ও স্পিনার মাহেদি হাসানের বোলিং নৈপুণ্যে সিলেট স্ট্রাইকার্সকে ৭৭ রানে হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে রংপুর।
৮ করে পয়েন্ট আছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও। রান রেট বিবেচনায় খুলনা দ্বিতীয় ও চট্টগ্রাম তৃতীয়স্থানে আছে। ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সিলেট।
ম্যাচে ১৬২ রান করেছিল রংপুর। জবাবে ৮৫ রানে সবকটি উইকেট হারায় সিলেট।