সাকিব আল হাসান চট্টগ্রামের টেস্ট দলে যোগ দিয়েছেন। ৩০ মার্চ বাংলাদেশ ও শ্রীলংকার দ্বিতীয় টেস্ট শুরু হবে। সাকিব ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে না থাকলেও শেষ টেস্ট খেলবেন।
প্রথম টেস্ট ম্যাচটি শ্রীলংকা জিতে ১-০ তে এগিয়ে রয়েছে। সাকিব ঢাকা প্রিমিয়ার লিগ খেলে প্রস্তুতি সম্পন্ন করেছেন। তিনি টেস্ট খেলবেন।
চোখের সমস্যা থেকে সেরে উঠে পুরোপুরি ফিট হওয়ায় মাঠে নামতে প্রস্তুত সাকিব। আগামীকাল যদি খেলতে নামেন তাহলে এক বছর পর প্রথমবারের সাদা পোশাকে দেখা যাবে তাকে। গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের জার্সি কোন ম্যাচই খেলেননি সাকিব। দীর্ঘদিন মাঠে বাইরে থাকার পর ফেরাটা তার জন্য অবশ্য কিছুটা চ্যালেঞ্জিংও হতে পারে।
কিন্তু বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে, সাকিবের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটার।সব চ্যালেঞ্জকে অতিক্রম করে কিভাবে পারফর্ম করতে হয় সেটি বেশ ভালোই জানেন।