সাকিব আল হাসান দীর্ঘদিন পর ফিফটি করেছেন। ছবি: বিসিবি
টি টোয়েন্টি বিশ্বকাপে টানা ২ ম্যাচ খারাপ খেলার পর ফর্মে ফিরলেন সাকিব আর হাসান। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রান তুলেছে।
সাকিব অপরাজিত ছিলেন ৪৬ বলে ৬৪ রানে। জাকের আলী ৭ বলে ১৪ রান করে পাশে ছিলেন। সাকিব ২০২২ সালের পর ফিফটি করেছেন।
সেন্ট ভিনসেন্টে সাকিব ৪৬ বলের ইনিংসে ৯টি চার মেরেছেন। তাওহিদ হৃদয় এদিন সুবিধা করতে পারেনি। ১৫ বলে তার ৯ রান।
মাহমুদউল্লাহ ২১ বলে ২৫ করেছেন ২টি চার ও সমান ২টি ছক্কায়। এ ম্যাচে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত আবার ফ্লপ। শান্ত ৩ বলে ১ ও লিটন ২ বলে ১ রান করে আউট হন।
সাকিব আজ দলের দায়িত্ব কাঁধে নিয়ে খেলেছেন। বৃষ্টি বাগড়া দেয়। তবে টসে জিতে ফিল্ডিং নেয় নেদারল্যান্ডস।
আরিয়ান ও মেকেরেন ২টি করে উইকেট পেয়েছেন।
বাংলাদেশ দলে পরিবর্তন আনেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে দল খেলেছে তারাই নেমেছে। এ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ২ উইকেটে জয় তাদের। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হেরেছে টাইগাররা।