সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন। পাকিস্তান থেকে এমনটাই ইঙ্গিত দেয়া হয়েছে। ৩০ আগস্ট বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে।
রবিবার বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচটি জেতে ১০ উইকেটে। পাকিস্তানের বিপক্ষে ইতিহাসে এটাই প্রথম টেস্ট জয় বাংলাদেশের। এই টেস্টে সাকিব ৪ উইকেট নিয়েছে।
সাকিবের নামে দেশে মামলা রয়েছে। প্রথম টেস্ট চলাকালীন সেটা হয়। কথিত আছে, বিসিবিতে লিগ্যাল নোটিশ পাঠানোর প্রক্রিয়া হচ্ছে। কিন্তু এসবের প্রক্রিয়া অনেক বড়। তার আগে দ্বিতীয় টেস্টও শেষ হয়ে যাবে।
প্রথম টেস্ট জয়ের পর বাংলাদেশ এখন সিরিজ জয়ে চোখ দেবে। সাকিবের সঙ্গে কথা বলেছেন তার শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম। যিনি এখন বিসিবিতে পরিচালক। তিনি বলেন,‘ আমি পরিচালক হিসাবে নই। সাকিবকে যেভাবে চিনি সেভাবে কথা বলেছি। কোচ হিসাবে কথা বলেছি। ও যেন আরও ভাল করতে পারে সেটা নিয়ে কথা হয়েছে। ওকে যখন বল দেয়া হয় তখন আর কোনো কিছু নিয়ে সে ভাবে না।’