সাকিব আল হাসান এখন কানাডায় রয়েছেন। সেখানে তিনি গ্লোবাল টি-টোয়েন্টি খেলছেন। ১২ আগস্ট পর্যন্ত সেখানে তিনি থাকবেন। ১৩ আগস্ট তার বাংলাদেশে আসার কথা রয়েছে। তবে সেটা এখনও নিশ্চিত নয়।
বুধবার বিসিবি অপারেশনস কমিটির সদস্য শাহরিয়ার নাফীস জানান, আরও কয়েকটা ম্যাচ আছে। আমরা যোগাযোগ করবো সে কিভাবে কখন আসবে। এমনি তার ছুটি রয়েছে ১২ আগস্ট পর্যন্ত।’
২১ আগস্ট পাকিস্তান ও বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচটি রয়েছে রাওয়ালপিন্ডিতে। ৩০ আগস্ট পরের টেস্ট ম্যাচটি রয়েছে করাচিতে।
দেশে চলমান পরিস্থিতি এখনও ভাল না। সাকিব মাগুড়ার সাংসদ ছিলেন। মাশরাফির নড়াইলের বাড়ি ভাঙচুর হয়েছে। সাকিবও রোষানলে পড়তে পারেন। নাফীস বলেন,‘ সাকিব বাংলাদেশের একজন ক্রিকেটার। তার নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আর টেস্ট দল এখনও ঘোষণা হয়নি। সে টেস্ট দলে থাকবে কিনা সেটা একটা ব্যাপার। এভেইলেবল আর নিশ্চিত থাকার মধ্যে তফাত আছে।’