ভারতের আলোচিত মহাদেব বেটিং অ্যাপকাণ্ডে জড়িয়ে গেল বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের নাম। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি’র তদন্তে এবার এই অ্যাপের অন্যতম বিনিয়োগকারী অংশীদার হিসেবে উঠে এসেছে বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসানের নাম। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
বেটিং অ্যাপকাণ্ডের তদন্তে সুরজ চোখানি নামে একজনকে গ্রেফতার করার পরেই তিনি সাকিব আল হাসানের বোনের নামটা প্রকাশ্যে নিয়ে এসেছেন। সুরজ বেটিং অ্যাপ 11wicket.com-র অন্যতম বিনিয়োগকারী। সুরজের দাবি, সেই বিনিয়োগেই বড় অংশীদারিত্ব ছিল সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসানের।
ভারতের অন্যতম আলোচিত এই মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডের তদন্ত নেমে কয়েকদিন আগেই গিরিশ তালরেজা ও সুরজ চোখানি কে গ্রেপ্তার করে ইডি। এরপর তাদের জিজ্ঞাসাবাদে ইডি জানতে পারে তালিকাভুক্ত কোম্পানির টিবরেওয়ালস শেয়ারে কয়েকশো কোটি টাকা এবং কাঠমান্ডুর একটি ক্যাসিনোয় ৪০ কোটি টাকা বিনিয়োগ করেছে তারা। যদিও সেই বিনিয়োগে সাকিবের বোনের অংশীদারিত্ব আছে কিনা সেই বিষয়টা এখনো স্পষ্ট হয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই অর্থপাচার সংক্রান্ত পিএমএলএ বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে অভিযোগ দায়ের করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই ভারতীয় রাজনীতিতে তোলপাড় চলছে মহাদেব বেটিং অ্যাপকে ঘিরে। অভিযোগ ছিল নির্বাচনের সময় সংযুক্ত আমিরাত থেকে বিপুল অর্থ প্রদান করে ভারতীয় নির্বাচনকে প্রভাবিত করত এই বেটিং অ্যাপ। মহাদেব বেটিং অ্যাপের প্রোমোটার সৌরভ চন্দ্রাকরের বিলাসবহুল বিয়েতে বলিউডের একঝাঁক তারকার যোগদানের ঘটনা প্রথম এই অ্যাপের বিষয়ে মানুষের নজর কাড়ে। অ্যাপের প্রোমোটারদের বিরুদ্ধে প্রায় ছয় হাজার কোটি রুপি পাচারের অভিযোগ ওঠে। এরপরেই গত একবছর ধরে এই অ্যাপ নিয়ে তদন্ত করছে ইডি। ইডির তদন্তের শুরু থেকেই বারে বারে উঠে এসেছে একাধিক বলিউড সেলিব্রেটি থেকে একাধিক রাজনীতিবিদদের নাম।