রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচের আজ শেষ দিন। এই টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর সাকিব আল হাসানের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশে সাকিবের নামে হত্যা মামলা হয়েছে। একজন মামলার আসামী ক্রিকেট খেলতে পারে কিনা সেটা খতিয়ে দেখবে ক্রিকেট বোর্ড।
রাওয়ালপিন্ডিতে পরের টেস্ট ম্যাচটি ৩০ আগস্ট শুরু হবে। এরমধ্যে ক্রিকেট বোর্ডে আসা লিগাল নোটিশটি যাচাই করে দেখবে বোর্ড। তারপর বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ পরিচালকদের সাথে আলোচনায় বসবেন। সেখানে সিদ্ধান্ত হবে সাকিবের খেলা না খেলার ব্যাপারটি।
তবে প্রচলিত রীতি অনুযায়ী এমন অভিযোগ আসলে তার আর খেলার উপায় নেই। তবে এই টেস্ট ম্যাচ তো শুরু হয়ে গেছে। ফলে এখানে কিছু করার নেই। পরের ম্যাচে বাদ পড়তে পারেন সাকিব।
সাকিব মাগুড়ার সাংসদ ছিলেন ৭ মাসের জন্য। এরমধ্যে তিনি বেশিরভাগ সময় দেশের বাইরে কাটিয়েছেন। শিক্ষার্থী ও জনতার আন্দোলনের সময় তিনি ফেসবুকে নীরব ছিলেন। সেজন্য সবাই বেশ বিরক্ত হয়। সাকিব সেসময় কানাডায় ফ্রাঞ্চাইজি লিগ খেলছিলেন।
সাকিব সেখান থেকে লাহোর আসেন। তারপর বাংলাদেশের হয়ে টেস্ট খেলা শুরু করেন।