ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪

ইংল্যান্ডকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৪, ২০২৪, ০৮:৫৯ পিএম

ইংল্যান্ডকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন

বার্লিনে ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলের পর মিকেল ওয়ারজাবাল। ছবি: টুইটা ৎর

বার্লিনে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নিকো ‍উইলিয়ামস ও মিকেল ওয়ারজাবালের গোলে শিরোপা তাদের। ইংল্যান্ডের পালমার বদলি হিসেবে নেমে ম্যাচে সমতা আনেন। তবে ওয়ারজাবাল গোল দিয়ে স্পেনকে জেতান।

এটা স্পেনের চতুর্থ ইউরো চ্যাম্পিয়নশিপ জয়। ইংল্যান্ড ইউরো জিততে ব্যর্থ হলো। হ্যারি কেন এখনও দেশের হয়ে কিছু জিতলেন না। 

পুরো ম্যাচে বল পজিশন রেখেছিল স্পেন। ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ছিল। পরের অর্ধে জ্বলে ওঠে স্পেন। ৪৭ মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে গোল করেন নিকো উইলিয়ামস। 

বদলি হিসেবে মাঠে এসেই গোল করেন কোল পালমার ৭৩ মিনিটে। ইংল্যান্ড সমতায় ফেরে। স্পেন আক্রমণ আরও বাড়িয়ে দেয়। 

ম্যাচের ৮৬ মিনিটে কুকুরেয়ার পাস থেকে মিকেল গোল করেন। ইংল্যান্ড আর ফিরতে পারেনি। লামিন ইয়ামাল ১৬ বছর বয়সী। তিনি সবচেয়ে কমবয়সী ইউরো জয়ী। 

 

 

Link copied!