ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪

ক্রোয়েশিয়াকে উড়িয়ে শুরু স্পেনের

স্পোর্টস ডেস্ক

জুন ১৬, ২০২৪, ১২:০৮ এএম

ক্রোয়েশিয়াকে উড়িয়ে শুরু স্পেনের

স্পেনের কারভাহাল গোল করছেন। ছবি: এক্স

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ক্রোয়েশিয়া উড়িয়ে দিয়ে যাত্রা শুরু করেছে স্পেন। ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে স্পেন ৩-০ গোলে হারাল ক্রোয়েশিয়াকে। 

প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় স্প্যানিশরা। আলভারো মোরাতা প্রথম গোলটি করেন। এটি তার সপ্তম ইউরোপিয়ান গোল। এ আসরে সর্বোচ্চ ১৪ গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো।

স্পেনের পরের দুটি গোল ফ্যাবিয়ান রুইজ ও ডানি কারভাহালের। এই গ্রুপ-বি তে রয়েছে ইতালি ও আলবেনিয়া। ফলে স্পেনের পরের রাউন্ডে যেতে এখনও অনেক পথ বাকি। 

ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ ও কোভিচিচরা অসহায় ছিলেন এদিন। পরের রাউন্ডে যাওয়াটা এখন কঠিন ব্যাপার। 

Link copied!