বিপিএল শুরুর আগে স্টেডিয়ামের গেট ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৪, ০৩:৩০ পিএম

বিপিএল শুরুর আগে স্টেডিয়ামের গেট ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি: সংগৃহীত

বিপিএলের টিকিট নিয়ে গতকালই দর্শকদের বিক্ষোভ দেখা গিয়েছিল। বিসিবি কাল দুপুর পর্যন্তও ঘোষণা করেনি, টিকিট কোথায় পাওয়া যাবে, কোন টিকিটের দামই-বা কত। পরে বিক্ষোভের মধ্যেই টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি। এর মধ্যে সন্ধ্যায়ও বেশ কয়েক জায়গায় টিকিট নিয়ে হট্টগোলের খবর পাওয়া গেছে।

সোমবার, ৩০ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগেও বিক্ষুব্ধ দর্শকরা মিরপুরে ভাঙচুর চালিয়েছে।

এক পর্যায়ে কিছু দর্শক ব্যানার ফেস্টুন ভাঙা শুরু করেন, মুহূর্তেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। পরবর্তীতে হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলার প্রধান ফটকেও ভাঙচুর চালান বিক্ষুব্ধ দর্শকরা। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিপিএলে এমন অব্যবস্থাপনার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল দর্শকদের বিক্ষোভের মধ্যে বিকালে টিকিট বিক্রির ঘোষণা দিয়ে রাতেই আবার সে সিদ্ধান্ত একটু বদলানো হয়েছে, বলা হয়েছে ৩১ ডিসেম্বরের টিকিট ব্যাংকের ব্রাঞ্চে নয়, পাওয়া যায় সুইমিং কমপ্লেক্সের বুথে। তবে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা আগের মতোই আছে।

Link copied!