বিশ্বকাপের প্রথম ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

মুবিন আহমেদ

অক্টোবর ৬, ২০২৩, ১১:১৯ পিএম

বিশ্বকাপের প্রথম ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

ছবি: সংগৃহীত

সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় ১৪০০ মিটার উপরে অবস্থিত ধর্মশালার নয়নাভিরাম দৃশ্য অপেক্ষা করছে বাংলাদেশ ও আফগানিস্তান দলের জন্য। ভারত বিশ্বকাপে আগামীকাল (৭ অক্টোবর) এটিই দুই দলের প্রথম ম্যাচ।

 আর সেই ম্যাচে নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে প্রস্তুত টাইগার বাহিনী। আফগানদের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ, সেটি এক নজরে দেখে নেওয়া যাক।

যেহেতু ধর্মশালার এই উইকেট ব্যাটিংবান্ধব, তাই বাংলাদেশও চাইবে ব্যাটিংয়ে সর্বোচ্চ মনোযোগ দিতে। ম্যাচটিতে ওপেনিংয়ে বাংলাদেশের আস্থার প্রতীক লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তবে গত এশিয়া কাপে মেক শিফট ওপেনার হিসেবে শত রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ।

আজ শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে টাইগারদের কোচ হাথুরুসিংহে বলেন ওপেনিং ভাবনায় মিরাজও থাকবেন তবে ম্যাচের দিন সকালবেলা পিচ দেখে মূল একাদশ নির্বাচন করা হবে।

তিন নম্বর পজিশনে নিশ্চিতভাবে খেলবেন নাজমুল হোসেন শান্ত এবং চারে অধিনায়ক হিসেবে রয়েছেন সাকিব। মিডল অর্ডারে দেখা যেতে পারে তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমকে। এই দুজনের সাথে থাকতে পারেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।

ধর্মশালার এই উইকেটে পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে। বল হাতে আলো ছড়াতে প্রস্তুত তাসকিন আহমেদ। তার সাথে বোলিংয়ে নেতৃত্ব দিতে পারেন হাসান মাহমুদ ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

টিম কম্বিনেশন সাজাতে বাড়তি একজন স্পিনার নিয়ে খেলতে পারে দল। সেক্ষেত্রে নাসুম কে দেখা যেতে পারে।  

আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

 

Link copied!