এশিয়ান গেমস

বাংলাদেশের জয়ের প্রত্যয়

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৩, ০১:৫১ এএম

বাংলাদেশের জয়ের প্রত্যয়

‘সম্ভাব্য সেরা দল নিয়েই এবার এশিয়ান গেমসে অংশ নেব আমরা। আশা করি, কয়েকটি ডিসিপ্লিনে আমাদের ক্রীড়াবিদরা সম্মানজনক ফলাফল করতে পারবেন’, হাংজু এশিয়ান গেমসে যাওয়ার আগে রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি যোগ করেন, ‘কয়েকটি ফেডারেশন বিদেশি কোচের অধীনে ক্রীড়াবিদদের অনুশীলন করিয়েছে। এবার ক্রিকেট, আরচারি, শুটিংয়ে আমরা ভালো করতে পারি। ভালো কিছু আশা করছি দুই প্রবাসী ক্রীড়াবিদ অ্যাথলেট ইমরানুর রহমান ও বক্সার জান্নাত ফেরদৌসকে নিয়েও।’

 সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলে উপমহাসচিব আশিকুর রহমান মিকু ও কোষাধ্যক্ষ একে সরকার।
বাংলাদেশের প্রথম দল হিসাবে ১৫ সেপ্টেম্বর রাতে চীনে রওয়ানা হবে পুরুষ ফুটবল। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা যাবেন। খেলা শেষে বিভিন্ন ভাগে দল ফিরে আসবে দেশে। ২৩ সেপ্টেম্বর গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও ফুটবল (পুরুষ) দিয়ে মাঠের খেলা শুরু হবে ১৯ সেপ্টেম্বর। প্রথম দিনই বাংলাদেশ মাঠে নামবে। প্রতিপক্ষ মিয়ানমার। এবারের আসরে লাল সবুজের ২৪০ জন ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও কর্মকর্তা অংশ নিচ্ছেন। যার মধ্যে ক্রীড়াবিদ ১৮০ জন। কোচ ও বিভিন্ন পদবি নিয়ে চীন যাবেন আরো ৬০ জন। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশ অংশ নিয়েছিল ১৪ ডিসিপ্লিনে। ফিরেছিল পদকশূন্য। 

এবার বাংলাদেশ দল পাঠাচ্ছে ১৭ ডিসিপ্লিনে। গেমসে ক্রিকেট ফেরায় পদকের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। পুরুষ ও নারী-ক্রিকেটের দুই ইভেন্টেই অংশ নেবে বাংলাদেশ। এই প্রথম বাংলাদেশ নারী ফুটবল দল অংশ নিতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে। হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ অংশ নেবে অ্যাথলেটিকস, বক্সিং, কারাতে, ভারোত্তোলন, দাবা, হকি, জিমন্যাস্টিকস, ফেন্সিং, ব্রিজ, সাঁতার, তায়কোয়ান্দো, শুটিং, কাবাডি (পুরুষ ও নারী), গলফ, ফুটবল (পুরুষ ও নারী), আরচারি, ক্রিকেট (পুরুষ ও নারী)।

 

Link copied!