এক সমর্থকের টিটকারির জবাবে

দেশের জন্য আপনি কি করেছেন : সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক

জুলাই ৩১, ২০২৪, ০৬:১১ এএম

দেশের জন্য আপনি কি করেছেন : সাকিব আল হাসান

সাকিব আল হাসান এখন কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলছেন। গত রাতে ভাল একটা ম্যাচ খেলেছেন তিনি। বাংলা টাইগার্স মিসিসাউগার অধিনায়ক তিনি। ব্যাট হাতে ১৫ বলে ২৪ রান করেন তিনি। আবার বল হাতে একটি উইকেটও নেন ৩০ রান দিয়ে। ম্যাচে সাকিবরা ২ রানে জিতেছে।

সাকিবের দল ৩ ম্যাচের ২টিতে জিতে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে। ৬ দলের আসর। সেরা চার দল পরের পর্বে যাবে। তবে এই সফলতার দিন সাকিব বিতর্কে জড়ালেন এক ভক্তের সঙ্গে। 

চলমান ছাত্র আন্দোলনে সাকিব আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য দেন নাই। ফলে অনেকে বেশ বিরক্ত ছিলেন। সাকিবের ফেসবুক পেজে ১৬ মিলিয়ন ফলোয়ার। সবচেয়ে বেশি মানুষ তাকে ফলো করে দেশে (অপর জন পরীমনি)। প্রবাসী এক সমর্থক তাকে প্রশ্ন করে বসে এ ম্যাচের পরে। তখন সাকিব বিব্রত হন। 

নাভিদ নামের সে সমর্থকের সঙ্গে সাকিব তর্কে জড়ান। সে কথোপকথন দেওয়া হলো-

নাভিদ: চোখে না হয় দেখো কম, বিবেক টাও কি নিয়ে গেছে যম?

সাকিব আল হাসান: আপনি দেশের জন্য কি করছেন?

নাভিদ: আমি তো আর এমপি না, আমি আমার পরিবারের দেখাশুনা করি!

সাকিব আল হাসান: আপনি দেশের জন্য কি করছেন? (বারবার)

নাভিদ: পদত্যাগ করেন, নির্লজ্জ...

এবং তারপর এক পুলিশ অফিসারকে সাকিব প্রশ্ন করেন, আপনারা কি (নাভিদকে) কিছু করতে পারবেন না?

Link copied!