চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বলের আঘাত লেগে হাসপাতালে যেতে হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। মাঠেই দেখা গেছে, বলের আঘাতে মাথা ফেটে গেছে, রক্ত বেরিয়ে এসেছিল।
রক্তাক্ত অবস্থায়ই তাকে নেওয়া হয় অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে। সেখানে নেওয়ার পর দ্রুত সিটি স্ক্যান করা হয় এটা জানার জন্য যে, মাথার ভেতরে রক্তক্ষরণ হয়েছে কি না। তেমনটা হলে দ্রুত অস্ত্রোপচারও করতে হতো।
কুমিল্লার ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজলের বরাতে এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ‘অনুশীলনের সময় মোস্তাফিজুর রহমানের মাথার বাঁদিকে একটি বল সরাসরি আঘাত করে। এতে মাথা ফেঁটে গেলে কম্প্রেশন ব্যান্ডেজ দিয়ে রক্ত পড়া থামানো হয় এবং অবিলম্বে ইমপেরিয়াল হাসপাতালে নেওয়া হয়।’
তবে এখন মোস্তাফিজ ভালো আছেন বলে নিশ্চিত করা হয়েছে, ‘সিটি স্ক্যানের পর আমরা নিশ্চিত হয়েছি, শুধু বাহ্যিকভাবে আহত হয়েছেন তিনি, শরীরের অভ্যন্তরে কোন রক্তক্ষরণ হয়নি। সার্জিক্যাল টিম ক্ষতস্থান সেলাই করে দিয়েছেন। এখন ইমপেরিয়াল হাসপাতালে নিউরোসার্জন টিমের পর্যবেক্ষণে আছেন। এখন শঙ্কামুক্ত এবং আশা করা হচ্ছে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর তাঁকে টিম হোটেলে নেওয়া যাবে।’
জানা গেছে, নেটে মোস্তাফিজের বলে ব্যাটিং করছিলেন লিটন দাস। এ সময় পাশের নেটে ব্যাট করছিলেন ম্যাথু ফোর্ড। এ সময় কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন ডাক দেন। মাথা ঘুরিয়ে সেদিকে যাওয়ার সময়ই বল মোস্তাফিজের মাথার বাঁ দিকে আঘাত করে।