যেখানে টাইগার বধ করতে পারেনি কেউ

মুবিন আহমেদ

আগস্ট ২৩, ২০২৩, ০৩:৪২ এএম

যেখানে টাইগার বধ করতে পারেনি কেউ

সংগৃহীত ছবি

বিশ্ব ক্রিকেটের রেকর্ডবুকে কোনো বাংলাদেশির নাম থাকবে, যা একটা সময় ছিল স্বপ্ন দেখার মতো! কিন্তু সে স্বপ্নকে বাস্তবে নামিয়ে এনে বাংলাদেশি ক্রিকেটাররা এমন কিছু রেকর্ড গড়েছেন যা ভাঙা প্রায় অসম্ভব।

সাকিব আল হাসান - একই ম্যাচে সেঞ্চুরি এবং ১০ উইকেট

এই শতাব্দীতে একই টেস্ট ম্যাচে সেঞ্চুরি এবং ১০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার; সাকিব আল হাসান।

২০১৪ সালের নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে লাল বলের ম্যাচে সাকিব তাঁর নাম রেকর্ডের পাতায় নথিবদ্ধ করেন। প্রথম ইনিংসে ১৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পরে সেই একই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিতে সক্ষম হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। একুশ শতকে প্রথম এবং একমাত্র খেলোয়াড় হিসেবে এই অনন্য কীর্তি অর্জন করেছিলেন তিনি।

এছাড়াও বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট-ওয়ানডে-টি টুয়েন্টি এই তিন ফরম্যাটেই একই সময়ে বিশ্বের সেরা অলরাউন্ডার নির্বাচিত হয়েছেন। আর সেটা আইসিসি র‌্যাঙ্কিংয়েই।

একসাথে যেখানে ৩ ফরম্যাটের দলে জায়গা ধরে রাখাই কঠিন সেখানে ৩ ফরম্যাটে এমন কীর্তি গড়া প্রায় অসম্ভবই বলা যায়। আর যিনি এই রেকর্ড ভাঙবেন তাকে বিশেষ প্রতিভা নিয়েই জন্ম নিতে হবে। আর কেউ যদি ভেঙেও ফেলেন তারপরও সাকিবের এই কীর্তি টিকে থাকবে কোটি বছর। কারণ প্রথম হিসেবে এই রেকর্ড গড়ার সুযোগ আর নেই।

 

মোহাম্মদ আশরাফুল - টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা কনিষ্ঠতম খেলোয়াড়

মোহাম্মদ আশরাফুল ২০০১ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে আন্তর্জাতিক মঞ্চে পা রাখেন এবং মাত্র নয় রান করেছিলেন। 

তবে সেই বছরের শেষের দিকে, আশরাফুল শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ডেবিউ টেস্টেই ২১২ বলে ১১৪ রানের অসাধারণ ইনিংস খেলেন। টেস্ট অভিষেকে মাত্র ১৬ বছর বয়সে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় আশরাফুল।

সোহাগ গাজী - একই টেস্টে হ্যাটট্রিক ও সেঞ্চুরি

সময়টা ২০১৩-র অক্টোবর মাস। চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে প্রথমে সেঞ্চুরি এবং পরে বল হাতে হ্যাট্রিক করে বিশ্ব রেকর্ড গড়েন বাংলাদেশের তরুণ অফ স্পিনার সোহাগ গাজী। 

বাংলাদেশ দলে সাকিব আল হাসানের পর একমাত্র তিনিই কোনো একটি টেস্ট ম্যাচে সেঞ্চুরি এবং পাঁচের বেশি উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে আট নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নেমে টেইল-এন্ডারদের সঙ্গী করে সেঞ্চুরি করেন সোহাগ। ১০১ রান করে অপরাজিত থাকার পর নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে একটি হ্যাট্রিকসহ ছয় উইকেট নেন এই অফ স্পিনার। ১৪২ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে এই ঘটনাটিই ছিল প্রথম।
 

মুস্তাফিজুর রহমান - টেস্ট এবং ওয়ানডে অভিষেকে প্লেয়ার অফ দ্য ম্যাচ

কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে যিনি টেস্ট এবং ওয়ানডে অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন।

২০১৫-র জুনে ‘ফিজ’ ভারতের বিপক্ষে ওডিআই’তে অভিষিক্ত হয়েছিলেন। বাঁ-হাতি এই পেসার সেই ম্যাচে ৫০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে ৭৯ রানের জয় এনে দেন এবং ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান।

Mustafizur Rahman | Bangladesh cricket player profiles

পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্ট ম্যাচ খেলেন মুস্তাফিজ। প্রথম ইনিংসে ৩৭ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। ম্যাচটি ড্র হিসেবে শেষ হয় এবং মুস্তাফিজুর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার অর্জন করেছিলেন। টেস্ট ও ওয়ান ডে– এই দুই ফর্ম্যাটের অভিষেক ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাওয়ার কৃতিত্ব এখন পর্যন্ত অন্য কোনো খেলোয়াড় অর্জন করতে পারেননি।

Link copied!