পাকিস্তানের সঞ্চালক জয়নব আব্বাসকে ভারত ছাড়তে হলো কেন?

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১১, ২০২৩, ০৯:০২ পিএম

পাকিস্তানের সঞ্চালক জয়নব আব্বাসকে ভারত ছাড়তে হলো কেন?

ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপে পাকিস্তানের  অংশগ্রহণ নিয়ে চলেছিল অনেক নাটকীয়তা। বিশ্বকাপ শুরুর আগে সবশেষ দেশ হিসেবে ভিসা দেওয়া হয় বাবর আজমদের। দল ভিসা পেলেও পাকিস্তান সাংবাদিক এবং সমর্থকরা ভিসা পাননি। এর মধ্যে বিশ্বকাপ চলাকালে পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেট উপস্থাপক জয়নব আব্বাসের ভারত ত্যাগ করা নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে।

জয়নব আব্বাস আইসিসির হয়ে এবারের বিশ্বকাপ কাভার করতে ভারতে গিয়েছিলেন।আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ধারাভাষ্যকারদের প্যানেলে ছিলেন তিনি। কিন্তু আচমকাই ভারত ছেড়ে চলে যান তিনি।এক সপ্তাহ আগে ভারতে এসেছিলেন তিনি। পাকিস্তান যে যে স্থানে গিয়ে খেলবে, সেই সেই জায়গায় জয়নাবের যাওয়ার কথা ছিল।

কিন্তু চার দিনের মাথায় ভারত ছাড়তে হলো তাকে। অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার করা হিন্দু ও ভারতবিরোধী পোস্টের কারণে দিল্লির এক আইনজীবীর সাইবার আইনে অভিযোগ দায়েরের পর তার দেশে ফেরা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

নিরাপদে দুবাইয়ে পৌঁছেছেন জয়নব। সেখান থেকে পাকিস্তানে ফিরে যাবেন। গত ৫ অক্টোবর এই পাকিস্তানের সঞ্চালকের ৯ বছর আগের কিছু টুইট উল্লেখ করে দিল্লি পুলিশের কাছে সাইবার আইনে অভিযোগ করেন আইনজীবী বিনিত জিন্দাল। অভিযোগ করা পোস্টে আইসিসি ও বিসিসিআইকে ট্যাগ করে তিনি বিশ্বকাপের কাজ থেকে জয়নবকে অপসারণের দাবি জানান।

বিশ্বকাপ শুরুর আগেও বিতর্কিত পোস্ট করেন জয়নব। ২ অক্টোবর এক্সে একটি লম্বা পোস্ট করেন তিনি। সেখানে জানান, ভারতে কী এমন আকর্ষণ রয়েছে সেটা খতিয়ে দেখতে চান। দুই দেশের মধ্যে সংস্কৃতিগত মিল, ভাষা এবং শিল্পের সাদৃশ্য থাকলেও কেন এত বিরোধিতা, তা খুঁজে দেখতে চেয়েছিলেন। পাকিস্তানের প্রথম ম্যাচটিও কভার করেছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ না কাটতেই দেশে ফিরতে হল তাকে।

জয়নবকে চলে যেতে বাধ্য করা হয়েছে, এমন দাবি উড়িয়ে দিয়ে আইসিসির মুখপাত্র সি রাজশেখর রাও জানান, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন এই সঞ্চালক। তিনি বলেন, জয়নবকে চলে যেতে বাধ্য করা হয়নি। ব্যক্তিগত কারণে তিনি চলে গেছেন।

 

Link copied!