ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪

পড়ালেখার পাশাপাশি ইউরো জয়ের কাছে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৪, ২০২৪, ০৬:৫৯ এএম

পড়ালেখার পাশাপাশি ইউরো জয়ের কাছে ইয়ামাল

হাসছেন ইয়ামাল। আজ ট্রফিও জিততে চাইবেন। ছবি: টুইটার

মাত্র ১৬-১৭ বছর বয়সেই দেশের হয়ে ট্রফি জেতার দ্বারপ্রান্তের লামিন ইয়ামাল। এই বয়সে স্কুলে ক্লাস করার কথা তার। সে বয়সে জাতীয় দলের হয়ে ট্রফি জয়ের পাশাপাশি তার অন্য মিশনও আছে। তিনি পড়ালেখা করছেন নিয়মিত। 

এই ইউরোতে ট্রেনিংয়ের পাশাপাশি তিনি রাতে পড়ালেখা করে ঘুমিয়েছেন। আবার সকালে উঠে প্রাকটিসে গেছেন। স্পেনের স্কুল তাকে ফাইনাল উপলক্ষ্যে হয়তো ছুটি দেবে।

ইউরোর ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড। জাতীয় দলের হয়ে প্রথম বড় টুর্ণামেন্ট খেলতে এসেই বাজিমাত করতে পারেন ইয়ামাল। 

বার্সেলোনার এই কিশোর ফুটবলারকে ছোট থেকেই চেনেন লিওনেল মেসি। সেই তিনিও কোপা আমেরিকার ফাইনালে খেলছে। সেখানে প্রতিপক্ষ কলম্বিয়া।

Link copied!